ঘুমের মধ্যে আমরা নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, স্বপ্ন দেখার উপর আমাদের কারোরই কোনো রকম হাত থাকে না। ঘুমন্ত অবস্থায় আমরা নানা রকমের স্বপ্ন দেখি। অনেক সময় দেখা যায় স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙে যায়।
স্বপ্নে আমরা নানা রকম জিনিস দেখে থাকি। তবে স্বপ্ন শাস্ত্র মতে যদি স্বপ্নে বিমানে ভ্রমণ করতে দেখা যায় তবে তার অর্থ হলো জীবনের দীর্ঘমেয়াদি অমীমাংসিত কাজ খুব শীঘ্রই শেষ হতে চলেছে। অথবা কোন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে।
এই ধরনের স্বপ্ন ইঙ্গিত দেয় যে জীবনে বড়োসড়ো কোন আগামী দিনে পরিবর্তন করতে চলেছে। এছাড়া যদি স্বপ্নে ট্রেনে ভ্রমণ দেখা যায় তার অর্থ হলো কোন ও প্রয়োজনীয় জিনিস নিয়ে উদ্বিগ্ন অথবা চিন্তা হবে।
অথবা যদি স্বপ্নের মধ্যে ট্রেনের পেছনে দৌঁড়ানো এমন দেখা যায় তবে সেক্ষেত্রে এর অর্থ হচ্ছে কাজের প্রতি যত্নশীল না হওয়া। এই রকম স্বপ্নের ইঙ্গিত হলো কাজের প্রতি যত্নশীল হওয়ার কথা বোঝানো হয়, নাহলে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।