কম খরচে প্রেমিক বা প্রেমিকার মন জয় করতে জেনে নিন কিছু টিপস

12
কম খরচে প্রেমিক বা প্রেমিকার মন জয় করতে জেনে নিন কিছু টিপস

প্রেম করতে গেলে খরচ আছেই। কোথাও ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, নামি রেস্টুটেন্ট এ খাওয়া দাওয়া ,পকেট হয়ে যায় গরের মাঠ। তখন মাথায় একটা জিনিসই ঘুরপাক খায়, পকেট মানি বাচিয়েই প্রেমিক বা প্রেমিকার মন জয় করতে হবে। একটু মগজ লাগিয়ে এগোলেই কিন্তু প্রেমও হবে আবার পকেটও হালকা হবেনা। দেখে নিন টিপস

১. সঙ্গী সিনেমা দেখতে চাচ্ছে? আবার পকেটে টাকা নেই। তবে একটা কাজ করবেন। সঙ্গীকে বাড়িতে ডেকে আনবেন,ল্যাপটপ বা কম্পিউটারে পছন্দ মতো সিনেমা বা ওয়েব সিরিজ লাগিয়ে দিন। সঙ্গে রাখুন চিপস,পপকর্ন এবং কোল্ড ড্রিংকস।

২. সঙ্গী শপিং মলে যেতে চাইছে, কিন্তু পকেট ফাঁকা। একটু মাথা খাটান। সঙ্গীকে বলুন আপনি প্রকৃতিপ্রেমী। চলে যান পার্কে।

৩. সঙ্গী নামি রেস্তোরায় যেতে চাইলে পুরোনো রেস্তোরার গল্প করুন। করতে করতে ঢুকে পড়ুন সেই পুরোনো রেস্তোরাতেই। দিনটা ভালোই কাটবে।

৪. সঙ্গী ডিস্কে নাচানাচি করতে যেতে চাইলে একটু মাথা খাটান। বন্ধুবান্ধবদের বাড়িতে ডেকে সারপ্রাইজ পার্টি দিন আপনার সঙ্গীকে।

৫. রোজ রেস্তোরায় খেতে খেতে পকেট ফাঁকা? সঙ্গীকে বলুন রোজ রেস্তোরায় যাওয়ার ফলে শরীরে ক্ষতি হচ্ছে, ওজোন বাড়ছে।শরীরচর্চার প্রয়োজন। সঙ্গীকে নিয়ে শহরের অলিগলি ঘুরুন। হাঁটতে হাঁটতে প্রেম কিন্তু খারাপ হয়না।