আমাদের ভারতীয়দের কাছে রেল ব্যবস্থা সবচেয়ে গুরত্বপূর্ন মাধ্যম। কত মানুষের রুটিরুজি নির্ভর করে
এই ট্রেনের উপর। আমাদের ভারতীয় রেল অনেক পুরনো রেল মাধ্যম। বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক হলো ভারতীয় রেল। ভারতে ১৯ শতকে প্রথম ট্রেনটি চালু হয়েছিল। অর্থাৎ ব্রিটিশ আমলের সময় থেকে। আজ ১৮৬ তম বর্ষ পূর্ণ হলো ভারতীয় রেলের। ভারতীয় রেলের এই নেটওয়ার্কটি প্রায় ১,১৫,০০০ কিমি এরিয়া জুড়ে বিস্তৃত রয়েছে এবং এই রেলওয়ে নেটওয়ার্কে প্রায় ৭৩৪৯ টি স্টেশন রয়েছে। এই স্টেশন গুলি থেকে প্রায় ২০০০০ এর বেশি যাত্রীবাহী ট্রেন ও ৭০০০ এর বেশি পণ্যবাহী ট্রেন চলাচল করে। ভারতীয় রেলওয়ে যাত্রীদের সুবিধার্থে অনেক নিয়ম-কানুন আনতে থাকেন ও রেলওয়ের ব্যবস্থাপনা উন্নত করার চেষ্টা করতে থাকেন। তবে রেল ভারতের যাতায়াত ব্যবস্থার গুরুত্বপূর্ন অংশ হলেও আমরা অনেকেই ভারতীয় রেলওয়ে সম্পর্কে অনেক তথ্য ও নিয়ম-কানুনের বিষয় জানিনা।
যেমন আমরা সাধারণত একটা রেলস্টেশনের একটাই নাম দেখতে পাই। আর সেখানে প্লাটফর্ম অনেক গুলো হলেও সেই স্টেশনের নাম একই থাকে। কিন্তু ভারতের মধ্যে এমন একটি জায়গা আছে যেখানে একটি জায়গাতেই দু দিকে দুটি স্টেশন আছে। আর এই জায়গাটি হলো মহারাষ্ট্রের অহমনগর জেলার শ্রীরামপুর ও বেলাপুর হলো দুটি আলাদা আলাদা স্টেশন যা একই জায়গায় একে অপরের মুখোমুখি অবস্থিত। এই দুটি স্টেশনের মধ্যে একটি রেলওয়ে ট্র্যাকের দূরত্ব রয়েছে। ট্র্যাকের এক পারে শ্রীরামপুর স্টেশন ও অন্য পারে বেলাপূর স্টেশন। যারা এখানে থাকে তারা প্রতিদিন এই স্টেশন দুটি থেকে যাত্রা করে ও তারা এই জায়গার বিষয় বিস্তারিত জানে। কিন্তু আপনি যদি এই জায়গায় প্রথমবার যান আপনি কনফিউজড হয়ে যাবেন।
জানা যায়, বেলাপুর রেলওয়ে স্টেশন হল মধ্য ভারতের রেলওয়ে নেটওয়ার্কে মহারাষ্ট্র রাজ্যের আহমেদনগর জেলার একটি রেলওয়ে স্টেশন। যার কোড হল BAP। এটি ১৭টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে এমন একটা ছোট্ট স্টেশন। এটি সাইনগর শিরডি রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৩৭ কিমি দূরে অবস্থিত। এই স্টেশনে একটি নন-এসি রিটায়ারিং রুমও রয়েছে। যদিও তা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। আর এই স্টেশনের নাম বেলাপুর হলেও এটি শ্রীরামপুর নামে একটি শহরেই অবস্থিত। কিন্তু এই দুটি শ্রীরামপুর এবং বেলাপুর মহারাষ্ট্রের আহমেদনগর জেলার দুটি ভিন্ন রেলওয়েই স্টেশন যা একই ট্র্যাকের বিপরীত দিকে অবস্থিত।