আইএমএফ এর ঘোষনা অনুযায়ী জানা গেছে আগামী অর্থবর্ষে ভারতের আর্থিক প্রবৃদ্ধির হার ৬.১% থাকবে, আগামীকালই বাজেট পেশ হয়েছে সংসদে। তার আগে সংসদে আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারমন। এই সমীক্ষা রিপোর্ট এই বলা হয়েছে আগামী অর্থ বর্ষের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬.১% থেকে ৬.৮% থাকতে পারে।
মঙ্গলবার আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের তরফ থেকে বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার প্রকাশ করা হয়। আইএমএফ এর পূর্বাভাস অনুযায়ী আগামী অর্থবর্ষে যে ৬.১ শতাংশ আর্থিক প্রবৃদ্ধির হার থাকবে সেটা জানানো হয়েছে। ভারতের এই হার আমেরিকা চীন এবং বৃটেনের মতো দেশগুলির থেকেও প্রবৃদ্ধির দিক থেকে অনেক বেশি।
মঙ্গলবার আইএমএফ এর তরফ থেকে জানানো হয়েছে আগামী অর্ধবর্ষে ভারতের অর্থনীতির বৃদ্ধির গতি আরো মন্থর হতে পারে। আইএমএফ এর তরফ থেকে এই দিনই ওয়ার্ল্ড ইকোনমিক আউটলেটের জানুয়ারির আপডেট প্রকাশ করা হয়েছে এবং এই আপডেট অনুযায়ী বলা হয়েছে ২০২২ সালে বিশ্বে প্রবৃদ্ধি কমেছে প্রায় ৩.৪ শতাংশ এবং ২০২৩ সালে কমে যেতে পারে আরো ২.৯ শতাংশ।
অন্যদিকে ২০২৪ সালে প্রবৃদ্ধির হার আবার বেড়ে যেতে পারে ৩.১% তবে, চলতি বছরে ভারতের আর্থিক প্রবৃদ্ধির হার থাকবে ৬.১% এর কাছাকাছি। আই এম এফ এর রিচার্জ ডিপার্টমেন্টের মুখ্য অর্থনীতিবিদ ও ডক্টরেট এ বিষয়ে বলেছেন, ভারতের ক্ষেত্রে এই পূর্বাভাস অক্টোবর থেকেই অপরিবর্তিত। ২০২২ থেকে ২০২৩ সালের অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ৬.৮ ছিল, তবে ২০২৩এ এই আর্থিক বৃদ্ধির হার বেশ কিছু টাকা কমবে।