দিনে দিনে বিজ্ঞানের এত উন্নতির পরেও পৃথিবীর আনাচে কানাচে এমন অনেক রহস্য লুকিয়ে রয়েছে, যার সমাধান আজও সম্ভব হয়নি। হাজার হাজার গবেষণার পরেও বিজ্ঞানীরাও সেসব রহস্য বের করতে পারেন নি। আজকের এই প্রতিবেদনে রয়েছে এমনই এক রহস্যময় পুলের কথা, যার সম্পর্কে অনেকেই অবগত নন। এই পুলের রহস্যের কথা জানলে আপনি অবাক হবেনই। চলুন তবে দেরী না করে জেনে নেওয়া যাক কি রহস্য রয়েছে এই পুলে।
সবার আগে জেনে নেওয়া যাক এই পুলের ঠিকানা কি। এই পুলটি অবস্থিত ঝাড়খণ্ডের বোকারো শহর থেকে ২৭ কিলোমিটার দূরে। এই পুলটির নাম ‘দালাহি কুণ্ড’। এটি ভারতের একটি বিখ্যাত কুণ্ড। ভগবান দালাহি গোসাইয়েরর উপাসনালয় হিসেবে এই কুণ্ডটি পরিচিত। প্রতিবছর মকর সংক্রান্তিতে এখানে বড় মেলা বসে।
লোকমুখে এই পুল সম্পর্কে জানা যায়, এর সামনে হাততালি দিলেই নাকি এর জল নিজে থেকেই বাড়তে থাকে। কিন্তু তা আবার হয় নাকি! তাই এই রহস্য সমাধানের জন্য বিজ্ঞানীরা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। পুলের এই অস্বাভাবিক ঘটনার কারণে বহুদূর থেকে মানুষ এই পুলটি দেখতে আসেন।
দালাহি কুণ্ডের একটি আশ্চর্য বৈশিষ্ট্য হলো এর জল গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতকালে গরম থাকে। এমনকি এও বিশ্বাস করা হয় যে এই কুণ্ডের জলে স্নান করলে চর্মরোগ সেরে যায়। তবে ভূতাত্বিকদের মতে এর জলে সালফার ও হিলিয়াম গ্যাস রয়েছে, যার কারণেই হয়তো এর জলে চর্মরোগ সেরে যায়।