রুদ্রাক্ষের কথা মনে পড়লেই আগেই মহাদেবের কথা মনে আসে কারণ ত্রিলোকেশ্বর মহাদেবের শক্তির আধার এই রুদ্রাক্ষ, তাঁর রুদ্রমূর্তি ধারণে শক্তির কেন্দ্র পঞ্চমুখী রুদ্রাক্ষ।
তবে যাই হোক এই পঞ্চমুখী রুদ্রাক্ষ শান্তি ও সুখ দেয় মানুষকে। পাপ নাশক বটেই তাই রুদ্রাক্ষ ধারণ করলেই যে কোনও পাপ সহজেই ক্ষয় হয়ে যায়। তবে সঠিক নিয়ম মেনেই ধারণ করলে উপকার পাওয়া যায়, দেখে নেওয়া যাক পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণের নিয়ম ও উপকারিতা-
1. এই রুদ্রাক্ষ একই সঙ্গে তিনটি ধারণ করতে হবে তবেই সুফল পাওয়া যায়।
2. সোমবার গঙ্গাজলে শোধন করে লাল সুতো বেঁধে এই রুদ্রাক্ষ ধারণ করবেন।
3. অনেকেরই এই রুদ্রাক্ষ কিন্তু শুট করে না আসলে আগের জন্মের পূর্ণ থাকলে তবেই রুদ্রাক্ষ ধারণ করা যায় এবং দেবাদিদেব মহাদেবের কৃপা দৃষ্টি থাকলে তবেই রুদ্রাক্ষ পরা যায়।
4. পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করলে দেবাদিদেব মহাদেব সর্বদা সন্তুষ্ট থাকেন।
5. এই রুদ্রাক্ষ ধারণের ফলে মানুষের ভাবমূর্তির পরিবর্তন হয়।