ভারত তথা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় মুকেশ আম্বানির নাম জ্বলজ্বল করে। বর্তমানে এশিয়ার দ্বিতীয় ধনী তথা এ দেশের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর কর্নধার হলেন মুকেশ আম্বানি সহ তার পরিবার প্রায়ই তাদের ব্যবসা, বিলাসবহুল লাইফস্টাইল ইত্যাদি কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। বিশেষ করে মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি এ সংক্রান্ত বিষয়ে ব্যাপক আলোচনার শিকার।
নিতা আম্বানিকে চেনেন না এমন মানুষ হয়তো খুব কমই আছেন। নিতা আম্বানির বিলাসবহুল জীবনে কি না নেই। একদিকে যেমন রয়েছে দামি গাড়ি, অন্যদিকে রয়েছে বিলাসবহুল বাংলো। এর পাশাপাশি, তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য একদিকে রয়েছে বডি গার্ড, অন্যদিকে রয়েছে মেকআপ আর্টিস্ট তাঁকে সুন্দর ভাবে সাজিয়ে তোলার জন্য। আজকের প্রতিবেদনের বিষয় নিতা আম্বানির এই মেকআপ আর্টিস্ট।
নিতা আম্বানির বিলাসবহুল জীবনে নিজেকে সুন্দর রাখতে মেকআপও করেন তিনি। তিনি নিজেকে এতটাই মেইনটেইন করেন যে তাঁকে দেখে বোঝার উপায় নেই তাঁর বয়স কত। আর তাঁকে সুন্দর ভাবে সাজিয়ে তোলেন এক বিখ্যাত মেকআপ আর্টিস্ট। তিনি একজন সেলিব্রিটিও। জানেন কি সেই মেকআপ আর্টিস্ট কে? চলুন তবে দেখে নেওয়া যাক এই কাজের জন্য তিনি কত পারিশ্রমিক পান?
নিতা আম্বানির পার্সোনাল মেকআপ আর্টিস্ট হলেন বলিউডের অন্যতম একজন বিখ্যাত মেকআপ আর্টিস্ট Mickey Contractor। যিনি ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে কারিনা কাপুর, অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোনের মতো বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের সাজিয়ে তুলেছেন। এখনও পর্যন্ত তিনি ‘দিল তো পাগল হ্যায়’, ‘কাল হো না হো’, ‘কভি খুশি কাভি গম’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘মোহাব্বতেইন’, ‘মাই নেম ইজ খান’, ‘কার্তিক’, ‘গুড নিউজ’, ‘কলিং’, ‘ভিরে দি ওয়েডিং’, ‘আংরেজি মিডিয়াম’, ‘ডন’ ইত্যাদি ছবিতে কাজ করেছেন। বলিউডের অন্যতম পরিচিত মেকআপ আর্টিস্ট হিসাবে জিতেছেন অনেক পুরস্কার।
এই মেকআপ আর্টিস্ট নিতা আম্বানির পাশাপাশি ঈশা আম্বানি ও শ্লোকা আম্বানির মেকআপও তিনিই করেন। এ প্রসঙ্গে জানা যায়, তিনি কোনো ইভেন্টে মেকআপের জন্য ৭৫ হাজার এবং অন্যান্য সময় এক লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।