‘বিরাট কোহলির ঠোঁটে চুমু’ আপাতত এই নিয়েই উত্তাল নেট দুনিয়া। অনুষ্কা শর্মার প্রতিক্রিয়া কি হতে পারে এটা দেখা পর সেই নিয়েও শুরু হয়েছে নানা রকমের মন্তব্য। আসুন কি ঘটনা ঘটেছিল সেদিন জেনে নেওয়া যাক।
আমাদের দেশে ও বিদেশে সব জায়গার মিউজিয়ামেই বিখ্যাত ব্যাক্তিত্বদের মডেল রাখা হয়। আর সেরকমই দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে ভারতের জার্সি পরে ব্যাট হাতে কোহলির একটি মোমের মূর্তি বসানো রয়েছে। আর সেখানে গিয়েই এক তরুণী যিনি বিরাটের বিশাল ফ্যান বাঁধিয়ে ফেলেন এক কাণ্ড। তিনি ওখানে বিরাটের ওই মোমের মূর্তির কাছে গিয়ে প্রকাশ্যে তার ঠোঁটে চুমু খেতে দেখা গেলো। সাথে সেলফি মাস্ট। আর সেই ভিডিওই বর্তমানে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে বলে জানা গিয়েছে।
এমনটা প্রায়ই দেখা যায় যে বিভিন্ন প্লেয়ারদের অনুরাগীরা তাদের সাথে একবার হ্যান্ড সেক করার জন্য বা ছোঁয়ার জন্য সমস্ত নিয়মকে ভেঙে হলেও কখনও তাঁরা ঝাঁপিয়ে পড়ে তাদের ভালোবাসা জানান, কখনও আবার তাঁদের সঙ্গে সেলফি তোলার আবদার করেন। কিন্তু তাই বলে চুমু।
নেট নাগরিকরা এই বিষয়টি নিয়ে খুব মজেছেন।
কোহলির অনুরাগীর এমন কাণ্ড দেখে নেটাগরিকদের মধ্যে এক জন লিখেছেন, ‘‘এমন তরুণীদের থেকে মূর্তিগুলিও সুরক্ষিত নয়।’’ আর এক জন লিখেছেন, ‘‘বৌদি এই ভিডিয়োটি দেখলে ওঁর ঠোঁটই কেটে দেবেন!’’ এই ঘটনার পর এখনও কোনও রকম মন্তব্য করেননি বিরাট। ভিডিয়ো দেখে কী বলবেন অনুষ্কা, তা নিয়েও নেটাগরিকদের মধ্যে মশকরা চলছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। বিরাটও এখন স্ত্রী অনুষ্কা ও মেয়ে ভামিকার সঙ্গে সময় কাটাচ্ছেন। তারই মাঝে এমন ঘটনায় চর্চার কেন্দ্রে বিরাট!
এবার তাদের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসে বা কোনো প্রতিক্রিয়া আসে কিনা সেটার দিকেই তাকিয়ে সবাই। অবশ্য বেশিরভাগ মানুষ আনুষ্কার রিয়াকশন নিয়ে বেশি আশাবাদী।