স্টার জলসা জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো’ ২০২০ সালের আগস্ট মাসে শুরু হয়েছিল। এক যৌথ পরিবারকে কেন্দ্র করে আবর্তিত ধারাবাহিকের গল্প। দীর্ঘ সময় টিআরপি তালিকায় শীর্ষে ছিল এই ধারাবাহিক। আপাতত সেই লড়াইয়ে আর নেই এটি।
‘খড়কুটো’ সিরিয়াল এক সময় স্টার জলসার সেরা ছিল বেশ কয়েক সপ্তাহ। তারপরেই বাজার হারায় খড়কুটো। একসময় টিআরপির লড়াই থেকেই বেরিয়ে যায় সিরিয়ালটি। বহুদিন হল তেমন মাতামাতিও হয় না খড়কুটোকে নিয়ে।
সূত্রের খবর, খুব শীঘ্রই নাকি শেষ হয়ে যেতে চলেছে খড়কুটো। আসলে স্টার জলসায় একের পর নতুন সিরিয়াল শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। সদ্য শুরু হয়েছে সাহেবের চিঠি। এছাড়াও এক্কা দোক্কা এবং নবাব নন্দিনী নামে দুটি সিরিয়ালও রয়েছে তালিকায়। কোন সময়ে এ দুটি সম্প্রচারিত হবে তা এখনো জানা যায়নি।