কঙ্গনা রানাওয়াতের বিস্ফোরক মন্তব্যে সোশ্যাল মিডিয়া ধুন্ধুমার। নাম না করে বলিউড তারকা দম্পতিকে হুমকি যেখানে একপ্রকার মেজাজ হারিয়ে ফেলেছেন। তাদের মেরে ফেলার হুমকিও দিয়ে ফেলেছেন তিনি, তবে এই তারকা দম্পতি নিয়ে উঠেছে নানান ইঙ্গিত। আপাতত সকলের মনে হচ্ছে এই তারকা দম্পতি আর কেউ নন রনবীর কাপুর এবং আলিয়া ভট।
ইতিমধ্যেই সোশ্যাল সাইটে একটি দীর্ঘ বিবৃতিতে তিনি যা লিখেছেন তা পড়লে অবাক হতে হয় কারণ কাঙ্গনা অভিযোগ এনেছেন তাঁর ওপরে রীতিমতো নজরদারি রাখা হচ্ছে। রবিবার তিনি গিয়েছিলেন একটি নাচের স্টুডিওতে সেখানে পৌঁছে যান পাপারাজ্জি। তিনি বলেন এদের খবর দিয়েছেন অভিনেতা ও তাঁর স্ত্রী। এমনকি তিনি এও বলেন তাঁরা দুজনই সদ্য মা-বাবা হয়েছেন।
নিজের ব্যক্তিগত এবং পেশাগত হোয়াটসঅ্যাপ চ্যাটও ফাস্ট করেছেন কঙ্গনা। তিনি তাঁর বিবৃতিতে নাম না করে বলিউডের অভিনেতাকে নেপো মাফিয়ার প্রেসিডেন্ট বলেও কটাক্ষ করেন। তবে এই কটাক্ষ করেই থেমে থাকেননি তিনি, তিনি তাঁদেরকে হুমকি দেন শুধরে যাওয়ার জন্য. তা না হলে তাদের বাড়িতে ঢুকে তিনি মেরে আসবেন। এহেন হুমকির পর সোশ্যাল মিডিয়া যথেষ্ট ভাইরাল হয়েছেন কঙ্গনা রানাওয়াত। তবে বারবার তিনি তাঁর বক্তব্যের জন্যই কেন খবরের শিরোনামে উঠে আসে এটি একটি ভীষণ আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।