দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কালবৈশাখীর পূর্বাভাস! সতর্ক করলো আবহাওয়া দপ্তর

11
দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কালবৈশাখীর পূর্বাভাস! সতর্ক করলো আবহাওয়া দপ্তর

এখন শুধু বিকেল হওয়ার অপেক্ষা, তাহলেই হয়ত চারদিক অন্ধকার হয়ে থাকবে। কারণ আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা তাহলেই নাকি শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি। কলকাতা ও তার আশেপাশের বিভিন্ন জায়গায় এই অবস্থা হবে বলে মনে করছে আবহাওয়াবিদরা।

মার্চ মাসের মাঝামাঝি থেকেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৪.৩ ডিগ্রী হয়েছিল, কিন্তু সন্ধ্যায় বৃষ্টির নামার পরে সেটার পতন লক্ষ করা গিয়েছিল আগের দিন গুলোতে। আজ সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুত সহ হালকা মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

এদিকে আবার আগামীকাল মঙ্গলবার তেমন একটা বৃষ্টির প্রভাব থাকবে না দক্ষিণবঙ্গে। তবে হালকা মাঝারী বৃষ্টি চলতেই থাকবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত । দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের যদি কথা বলা যায় তাহলে সেখানেও একই অবস্থা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুত সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সোমবার। তবে আগামীকাল মঙ্গলবার পাহাড়ের কাছের জেলাগুলোতে হালকা বৃষ্টি হলেও হতে পারে তবে বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তাপমাত্রার আপাতত তেমন একটা পরিবর্তন ঘটবে না।