এমন অনেক ভিডিও স্যোশাল মিডিয়ায় রয়েছে যেগুলো নিয়ে একটা সময় অনেক চর্চা হয়েছে। এখনও যে চর্চা হয়না সেটা কিন্তু নয়। তবে সম্প্রতি এমনই একটি ফুটেজ আবার সামনে এলো এবং যেটা আগের মতোই আবার নিমেষে ভাইরালও হল। এখানে বিমানে উঠতে গিয়ে হঠাত করেই পরে গেল জো বাইডেন।
সিড়িতে হুমড়ি খেয়ে পরলেন, তবে টাল সামলে নেন ও নিজেই উঠে দাড়ান। তবে তার খুব চোট লেগেছে কিনা সেটা হোয়াইট হাউজের তরফ থেকে জানানো হয় নি। এয়ার ফোর্স ওয়ান বিমানটি মার্কিন প্রেসিডেন্ট এর জন্যই থাকে। সেই বিমানে উঠতে গিয়ে এভাবে হোঁচট খাওয়া অবাক করেছে সকলকে। তবে মুখ থুবড়ে পরে যাওয়ার পরেই নিজেকে সামলে সকলের উদ্দেশ্যে হাত নাড়িয়ে দেয় তিনি।
এই ঘটনাটি ঘটেছে নাকি পোল্যান্ডের ওয়ার্শোতে।বাইডেন ইউক্রেনের পর পোল্যান্ডে যায়। তবে ইউক্রেনে গিয়ে তিনি ইউক্রেনের পাশে দাড়ানোর কথা জানিয়েছেন। সেখান থেকে পোল্যান্ডে যায়, দুই সফর শেষ করে যখন তিনি আমেরিকায় ফিরে আসছিলেন তখনই এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর।