আমরা বেশিরভাগ মানুষ আপনি যা দেখি, পরের দিন সকালে ঘুম থেকে উঠে বেশিরভাগ তা মনে থাকেনা। আবার এমন হয়, সারাদিন আমরা যে জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করি, সেটাই আমরা দিনের শেষে দেখি স্বপ্ন তে। অনেকে আবার বাস্তব জীবনের সঙ্গে স্বপ্নে দেখা জিনিস গুলির সঙ্গে মিল করার চেষ্টা করেন। তবে অনেকেই আছেন যারা, স্বপ্নের মধ্যে মাঝে মাঝে দেখতে পান ঈশ্বরকে। এসব ছাড়াও কিন্তু আমরা অনেক প্রাণী অথবা মানুষকে দেখতে পাই স্বপ্নে। এমনও হয় আমাদের ছেড়ে চলে যাওয়া মানুষগুলো আমাদের স্বপ্নে দেখা করতে আসে।
আজ কথা বলব আপনার সঙ্গে যদি কোনদিন, স্বপ্নে সিদ্ধিদাতার দেখা হয় তাহলে সেটি আপনার জীবনে কিভাবে নতুন মোড় ঘুরিয়ে আনবে। ভগবানকে স্বপ্নে দেখা একটি ভাগ্যের ব্যাপার। স্বপ্নে ভগবান গণেশ কে দেখা সত্যি খুব শুভ। বিঘ্ন দূর করার জন্য আবির্ভূত হন সিদ্ধিদাতা গণেশ। মরতে সকলের আগে পুজো করা হয় তাকে। এমনকি কোন শুভকাজ অনুষ্ঠিত করার আগে পুজো করা হয় সিদ্ধিদাতা গণেশ কে। তাই সকলেই বিশ্বাস করে থাকেন যে, গনেশকে যদি পুজো করা হয় তাহলে জীবনের সমস্ত প্রতিকূলতা থেকে মুক্তি পাওয়া যাবে।
আপনি যদি কখনো স্বপ্নে গণেশ কে দেখতে পান, তাহলে জানবেন আপনার জীবনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে কোনো না কোনো সুখবর। গণেশ মানেই শুভ যোগ। গণেশ বাবাজি কে স্বপ্নে দেখার অর্থ আপনার মাথার ওপর রয়েছে ঈশ্বরের আশীর্বাদ।
এই দেবতা দর্শনে জীবন এবং সংসার আনন্দে ভরে উঠে। কোন না কোন খুশির সংবাদ আপনার জন্য অপেক্ষা করে রয়েছে, তেমনটাই বুঝা যায় গণেশের স্বপ্ন দেখলে। নতুন কিছু শুরু করার ইঙ্গিত থাকে এই স্বপ্নে। এমনও হতে পারে, অতীতে কোনো কাজ ঠিক করবেন ভেবেছিলেন কিন্তু এখন কোন কারণে সেটি করে ওঠা হয়নি। গণেশ জি কে স্বপ্নে দেখার অর্থ হলো, আপনার জীবনে সেই পুরনো কাজেই আবার নতুন করে শুরু করার সময় এসেছে।