বেসরকারি সংস্থায় কর্মরত বেশিরভাগ মানুষ-ই ঘুম থেকে উঠে অফিস যান। আর অফিসের চাপ সামলে বাড়ি ফিরে ঘুমোন।আসলে, বেসরকারি সংস্থায় কর্মরত বেশিরভাগ মানুষের জীবনযাত্রা এমনই হয়ে থাকে।
একঘেয়ে জীবন রোজ ভাল না লাগায় মাঝেমধ্যে ছুটি নেন অনেকেই। ছুটি চাইতে গিয়ে নানা অজুহাতও দেন কেউ কেউ। কর্পোরেট সংস্থায় মেল কিংবা বসকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছুটি নেওয়াই দস্তুর। বস সুযোগ সুবিধা বুঝে ছুটির আবেদনে অনুমোদন দেন। কেউ পান আবার কেউ পান না।
তবে এখন একটি ছুটির আবেদন জানানো হোয়াটসঅ্যাপ মেসেজই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর চর্চা। কিন মুরে নামে এক ব্যক্তি সম্প্রতি তাঁর অধীনস্থ কর্মীর পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
মেসেজে ওই কর্মী লিখেছেন তিনি অফিসে একদিনের ছুটি চান। কারণ, তাঁর প্রেমিকা মোজা কাচতে ভুলে গিয়েছেন। সেটি অপরিষ্কার হওয়ায় পরে অফিস আসা সম্ভব নয়। আর মোজা ছাড়া অফিস যাওয়াও সম্ভব নয়। কারণ, তাঁর জুতো ছিঁড়ে গিয়েছে। বড় বড় গর্ত রয়েছে। তাই জুতো পরতে মোজা প্রয়োজন।
বস এই মেসেজ পাওয়ার পর কী করবেন তা বুঝতে পারেননি। শেষমেশ যদিও ছুটির অনুমোদন দেন। তবে আর কেউ এমন যুক্তি দিয়ে ছুটি চাইলে দিতেন না বলেও উল্লেখ করেছেন মেসেজে। হোয়াটসঅ্যাপ মেসেজটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। যা নিমেষেই হয়ে যায় ভাইরাল। এমন কারণ দেখিয়েও কেউ ছুটির আবেদন করতে পারেন, তা ভেবেই নেটিজেনরা হেসে খুন।