একেবারেই নতুন রূপে নতুন অবতার নিয়ে নতুন প্রজেক্টের সঙ্গে জড়ালেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। নুসরাতের সঙ্গে শুরু হচ্ছে ‘ইশক উইথ নুসরাত’! আর এখানেই রয়েছে বড়োসড়ো টুইস্ট। কারণ নুসরাতের সঙ্গে অতিথির আসনে বসে রয়েছেন মদন মিত্র। হ্যাঁ, এবার মদন মিত্রকে নিয়েই এক ফ্রেমে আসছেন নুসরাত জাহান।
এবার একটি রেডিও শো নিয়ে আসছেন নুসরাত জাহান। জনপ্রিয় একটি এফএম চ্যানেলে ইউটিউবে নতুন একটি টক শো নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী। শোয়ের বিষয়বস্তু হলো ভালোবাসা। এ খবর পাওয়া মাত্রই সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছিল নানা জল্পনা। জল্পনার অবসান ঘটিয়ে মদন মিত্রকে নিয়ে একই ফ্রেমে এলেন নুসরাত।
সদ্য মদন মিত্র তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন একটি প্রোমো। সেখানে দেখা যাচ্ছে নুসরাতকে পাশে নিয়ে বসে আছেন কামারহাটির বিধায়ক। নুসরাতকে বোল্ড লেডি বলে সম্বোধন করেন তিনি। খানিক রসিকতা করে তিনি বলেন নুসরাত কিন্তু এখনো কাঁপিয়ে দিচ্ছেন! নুসরাত লজ্জায় লাল হয়ে উত্তর দেন, দাদা কেস দেবেন না! সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই ভিডিও। দেখুন সেই ভাইরাল প্রোমো এই প্রতিবেদন মারফত।