সত্যি কি এই বয়সে মা হচ্ছেন রানী মুখার্জি?

19
সত্যি কি এই বয়সে মা হচ্ছেন রানী মুখার্জি?

বলিউড অভিনেত্রী রানী মুখার্জি বহুদিন ক্যারিয়ারের শীর্ষস্থান দখল করেছিলেন। বলিউডে একটানা ছুটিয়ে কাজ করার পর 30 বছর বয়সে পরিচালক তথা প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন রানী মুখার্জি। এরপর তাদের জীবনে আসে প্রথম সন্তান। আদিরার জন্ম দেওয়ার পর ৪৪ বছর বয়সে নাকি দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন রানী মুখার্জি। এই খবর শুনে তোলপাড় হয়ে গেল নেট দুনিয়া।

সম্পদের রানী মুখার্জির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রানী মুখার্জির বেবি বাম্প। এই দৃশ্য দেখে সকলেই বলছেন রানী মুখার্জি হয়তো মা হতে চলেছেন আরো একবার। সত্যি কি এই বয়সে মা হচ্ছেন তিনি? চলুন একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে গাঢ় সবুজ রঙের একটি চুড়িদার পরে রয়েছেন রানী মুখার্জি। সিদ্ধি বিনায়কের মন্দিরে পূজো দিয়ে ফেরার পথে তিনি ক্যামেরার সামনে ধরা পড়েছেন এভাবেই। রানী বারবার গোলাপি ওড়না দিয়ে নিজের পেট আড়াল করার চেষ্টা করেছিলেন যাতে সন্দেহ বেড়ে যায় সকলের।

গত বছর বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী নিজেদের মা হওয়ার খবর শুনিয়েছেন সকলকে। এখন শোনা যাচ্ছে ক্যাটরিনা কাইফেরও গর্ভাবস্থার কথা। এর মধ্যেই রানী মুখার্জীর মা হওয়া নিয়ে ভক্তদের মধ্যে কৌতুহল বেড়ে চলেছে। এই ভিডিও দেখে রানী মুখার্জিকে সরাসরি প্রশ্ন করতে শুরু করেছেন তারা। তবে অনেকের আন্দাজ এটি গুজব ছাড়া কিছু নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তলপেটে মেয়েদের জমাটা ভীষণ স্বাভাবিক, বিশেষ করে সন্তান হওয়ার পর।