মৃত মানুষের আঙুলের ছাপ দিয়ে ফোনের লক খোলা যায় কি?

10
মৃত মানুষের আঙুলের ছাপ দিয়ে ফোনের লক খোলা যায় কি?

২০১৮ সালের মার্চ মাসে এমন একটি ঘটনা ঘটে যখন দুজন গোয়েন্দা একজন মৃত ব্যক্তির বাড়িতে প্রবেশ করেন। ওই দুই গোয়েন্দা মৃত ব্যক্তির ফোন খুলতে চেয়েছিলেন তদন্তের স্বার্থে। মৃত ব্যক্তির আঙুলের ছাপের প্রয়োজন ছিল ফোন খোলার জন্য কিন্তু গোয়েন্দারা মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ নেওয়ার অনুমতি পেলেও ফোন খোলা সম্ভব হয়নি।।

লিনাস ফিলিপ নামে ওই ব্যক্তি ফ্লোরিডার একটি ডিপার্টমেন্টাল স্টোরে সামনে পুলিশের গুলিতে নিহত হন। সূত্র থেকে জানা যায়, গোয়েন্দারা ফিলিপের মৃত্যুর তদন্তের পাশাপাশি আরেকটি পৃথক মাদক সংক্রান্ত মামলার জন্য তথ্য সংগ্রহ করছিলেন। গোয়েন্দারা যা করছিলেন তা আইনগত বৈধ কিন্তু নৈতিক প্রশ্নের উর্ধ্বে নয়।

তবে গোয়েন্দাদের এই ব্যর্থতার হাত ধরে একটি বিজ্ঞান বিষয়ক প্রশ্নের সম্মুখীন হয় সকলেই। আঙুলের ছাপ দিয়ে আমরা সকলেই আমাদের ফোন আনলক করি কিন্তু তা আমাদের জীবিত অবস্থায়।। এক্ষেত্রে একটি প্রশ্ন উঠলো এবং তা হলো, ফোনের লক খোলার জন্য কি ব্যবহারকারীকে জীবিত থাকতে হবে??

এই বিষয়ে আঙুলের ছাপ সনাক্তকরণের উপর দীর্ঘদিন ধরে গবেষণারত অধ্যাপক অনিল জৈন বলেন, মৃত ব্যক্তির আহলে চাপের সাহায্যে ফোন খোলার সম্ভাবনা নির্ভর করে ওই ব্যক্তি কতক্ষণ আগে মারা গেছে তার ওপর। যদি কোন ব্যক্তি সদ্য মারা যান সে ক্ষেত্রে ফোন আনলক করা সম্ভব কিন্তু যদি দুই বা তার বেশিদিন হয়ে যায় সেক্ষেত্রে ফোন আনলক করা সম্ভব হয় না।