এটি মানুষ না পাখি? জানুন বিস্তারিত

49
এটি মানুষ না পাখি? জানুন বিস্তারিত

সত্যি এটা বিশ্বাস করার মত না , কারন আজকাল সবকিছুই এডিট করা যায়। তো এটাও যে এডিট করা যাবে না , তা বিশ্বাস করা মুশকিল। তাই এই ছবি দেখে অনেকেই ভ্যাবাচেকা খেয়ে গেছে।

কিন্তু পরে জানা গেছে, এটা একটা পাখি। যার নাম হার্পি ঈগল। এটি পাওয়া যায় উত্তর আমেরিকার দক্ষিন অংশে ও দক্ষিন আমেরিকা জুড়ে।

এই ছবিটি অনেক আগের কিন্তু এই ছবি ফের ভাইরাল হয়ে গেছে। এতি দেখতে অনেকটা মানুষের মতো । এই পাখিগুলো অনেকটাই বড়ো হয়, অন্য সব পাখির থেকে। এগুলি আকাশের সব থেকে বড়ো ও শক্তিশালী পাখিদের মধ্যে অন্যতম।

এগুলি হল আমেরিকার হার্পি ঈগল। এখন সচরাচর দেখা যায় না। সম্প্রতি এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর মানুষ সব জায়গায় পোস্ট করাও শুরু করেছে।