লঞ্চ হয়েছে Infinix Zero 5G 2023! জানুন ফিচার্স

8
লঞ্চ হয়েছে Infinix Zero 5G 2023! জানুন ফিচার্স

গত শনিবার লঞ্চ হয়েছে Infinix Zero 5G 2023 ও Infinix Zero 5G 2023 Turbo। আর তারপরেই মানুষের কৌতুহল বৃদ্ধি পেয়েছে অনেকটাই কারণ সাধ্যমত দামের মধ্যে এই ফোন যার মধ্যে ফাইভ জি কানেক্টিভিটি রয়েছে। এই নতুন দুটি ফোনের স্পেসিফিকেশন জানলে আপনারা সত্যিই অবাক হবেন,Mediatek Dimensity চিপসেট, 6.78 ইঞ্চি FHD+ 120Hz ডিসপ্লে। ফোনের পিছনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে 5,000 mAh ব্যাটারি। ভারতের লঞ্চ হলো এখনো বিক্রি শুরু হয়নি এই ফোনের আগামী ১১ই ফেব্রুয়ারি থেকে ফ্লিপকার্টে এই ফোনের বিক্রি শুরু হবে। এই ফোনের লঞ্চের পর থেকেই দারুণভাবে মুখিয়ে রয়েছে ফোন প্রেমিরা। স্বাভাবিকভাবেই ত্রিভুটিং এর মাধ্যমে এই ফোন কিনতে হবে।

এই দুটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাধ্যের মধ্যে রয়েছে মোবাইলের মূল্য।Infinix Zero 5G 2023-র দাম 17,999 টাকা। 8 GB RAM + 128 GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। অন্যদিকে Infinix Zero 5G 2023 Turbo-র দাম 19,999 টাকা। 8 GB RAM + 256 GB স্টোরেজ যুক্ত। এই ফোন গুলির মধ্যে তিন ধরনের রংকে তুলে ধরা হয়েছে,কোরাল অরেঞ্জ, পার্ল হোয়াইট, সাবমেরিনার ব্ল্যাক কালার।আগামী ১১ ই ফেব্রুয়ারি এখন শুধু অপেক্ষা ।