আফগানিস্তানের তালিবানি শাসন প্রসঙ্গে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চলেছে ভারত

25
আফগানিস্তানের তালিবানি শাসন প্রসঙ্গে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চলেছে ভারত

আফগানিস্তানে তালিবানি শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর বলতে গেলে সেভাবে কোনও দেশ প্রতিবাদ জানায়নি। তবে জঙ্গিদের ভয়ে চুপ রইলো না ভারত। অবশেষে আফগানিস্তানের তালিবানি শাসন প্রসঙ্গে আফগানিস্তান নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চলেছে ভারত। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) লেভেলের এই সম্মেলনে এশিয়ার বহু দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এই সম্মেলনের নেতৃত্বে থাকছেন ভারতের NSA অজিত দোভাল। আগামী 10 ই নভেম্বর এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাশিয়া, ইরান ও মধ্যপূর্ব সেন্ট্রাল এশিয়ার সব দেশই অংশ নেবে এই সম্মেলনে। যদিও ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান অবশ্যই সম্মেলনে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে।

এই বৈঠকে ভারত আফগানিস্তান প্রসঙ্গে সমস্ত দেশকে একত্রিত হওয়ার আবেদন জানাতে পারে। যা কার্যত তালিবানি জঙ্গি শাসকদের উপর চাপ বাড়াতে পারে। আফগানিস্তানের মাটিতে যেন কোনও রকম জঙ্গি কার্যবিধি না হয় সে বিষয়ে জোর দিতে চাইছে ভারত। আফগানিস্তানের মাটিতে তালিবানি জঙ্গি শাসন প্রতিষ্ঠা করার পেছনে পাকিস্তানের হাত কিছু কম নয়।

টাকা এবং হাতিয়ার দিয়ে তালিবানদের সাহায্য করে চলেছে পাকিস্তান। এই সম্মেলনে পাকিস্তানের মুখোশ টেনে খুলে দেবে ভারত। মোটকথা তালিবান ইস্যু তুলে ধরে ভারত কার্যত পাকিস্তানকে এক হাত নিতে চলেছে এই সম্মেলনে। বিশ্বের কাছে ফের একবার কোণঠাসা হতে চলেছে ভারত।