এই উপায়ে শনিবার মা তারার পূজা করলে কেটে যাবে শনির দশা

23
এই উপায়ে শনিবার মা তারার পূজা করলে কেটে যাবে শনির দশা

মা ছাড়া অচল এই পৃথিবী। মা তারাই সব ভক্তের খুব কাছের। মা ছাড়া কেই বা বুঝবে তার সন্তানের ব‍্যথা। তো প্রতি শনিবার যদি মা তারা নিষ্ঠাভরে পূজা করা যায়, তাহলে মা খুব খুশি হন।

ভক্তের সব দুঃখ কষ্ট দূর করে দেয়। নতুন করে জীবন শুরু হয়। সব মনষ্কামনা পূর্ণ হয়। আর কারও উপর যদি শনি দেবের প্রকোপ থাকে তা দূর হয়ে যায়।

মা এই অভিশাপের হাত থেকে তার সন্তানদের রক্ষা করেন। তাই প্রতি শনিবার মায়ের পূজা দিন উপোস করে, নিষ্ঠাভরে। তাহলেই মা মনভরে আশীর্বাদ করবে।