ফোন পে ওয়ালেট  আপডেট করার নামে প্রায় এক লাখ টাকা প্রতারণার শিকার এই ব্যক্তি!

8
ফোন পে ওয়ালেট  আপডেট করার নামে প্রায় এক লাখ টাকা প্রতারণার শিকার এই ব্যক্তি!

বর্তমান সময় যত এগোচ্ছে ততই অপরাধীদের অপরাধ করার ক্ষেত্র বদলাচ্ছে। এমনকি এই সময়ে সাইবার প্রতারণা বা সাইবার অপরাধের সংখ্যা দিন দিন বাড়ছে। ফোনে বহু মানুষ সাইবার প্রতারণার শিকার হচ্ছেন। এমনই এক প্রতারণার ফাঁদে জড়িয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় এক লাখ টাকা মুহূর্তের মধ্যে খোয়ালেন এক ব্যক্তি।

পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার গোলগ্রাম এলাকার বাসিন্দা ওই ব্যক্তির নাম কৃষ্ণপদ জানা। শুক্রবার রাতে মেদিনীপুর শহরের সাইবার ক্রাইম থানায় এক লাখ টাকা প্রতারণার অভিযোগ জানান ওই ব্যক্তি। পেশায় মুদি দোকানদার ওই ব্যক্তির।

তিনি ফোন পে ওয়ালেট  আপডেট করার নামে প্রায় এক লাখ টাকা প্রতারণার শিকার হয়ে রীতিমতো ভেঙে পড়েছেন । জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার পিছনে কোনও জালিয়াতির চক্র রয়েছে কিনা তা খতিয়ে রাখা হচ্ছে পুলিশের তরফে।

জেলা পুলিশ এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাকি মানুষদেরও সাবধান থাকতে পরামর্শ দিয়েছে। বিশেষ করে অচেনা কোনও লিঙ্কে ক্লিক না করতে, কোনও ব্যক্তিকে নিজের পাসওয়ার্ড বা ওটিপি শেয়ার না করতে অনুরোধ জানানো হয়েছে।