মালদা,৭ নভেম্বর: কাজের আশায় তিন শতাধিক ঢাকিদের হাট বসল মালদা শহরের রথবাড়ি এলাকায়।
অন্যান্য পূজার পাশাপাশি শেষ হয়েছে কালি পূজা।
এবার বিসর্জনের পালা। রবিবার সকাল থেকে মালদা শহরের রথবাড়ি এলাকায় বিসর্জনে অর্ডার ধরতে তিন শতাধিক ঢাকি ভিড় জমান।
তারা বলেন করোনা পরিস্থিতিতে তেমন কাজ জোটেনি তাদের। কালী পুজোয় ঢাক বাজিয়ে এবার তাদের বাড়ি ফেরার পালা। তাই বিসর্জনে ঢাকের অর্ডার ধরতে সকাল থেকেই রথবাড়ি এলাকায় ভিড় জমিয়েছিলেন তারা। কিন্তু বেলা গড়ালেও অর্ডার পাওয়া যাচ্ছে না ঢাক বাজানোর।
প্রশাসনের নির্দেশ মেনে শহরের বেশিরভাগ কালী প্রতিমা বিসর্জন হবে মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন ঘাটে।
করোনা পরিস্থিতিতে প্রশাসনের নির্দেশে বন্ধ শোভাযাত্রা। সেই কারণে ঢাকিদের কাজ পেতেও সমস্যা তৈরি হয়।
তবে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ঢাকিরা আশায় বুক বেঁধে অপেক্ষা করেন রথবাড়ি এলাকায়।