জলঙ্গির ফরাজিপাড়া এলাকায় ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছিল আগের বছর। আর সেখানেই এক কান্ড ঘটে যায় জলসার ভিড়ে মিশে যায় বাংলাদেশী কয়েকজন। তবে আবার সেখানেই সেই জলসার আয়োজন করা হয় এবছর। সেখান থেকেই এবার ধরা পড়ল আটজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই অভিযোগ উঠলেও অবশ্য শোনা যাচ্ছে তারা নাকি ভারতের বিভিন্ন প্রান্তে কাজের খোঁজে এসেছিল। কিন্তু আর ফিরতে পারেনি। বিএস এফের কাছে ধরা পরে তারা। মুর্শিদাবাদের জলঙ্গিতে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে বিএসএফ। গতকাল শুক্রবার তুলে দেওয়া হয়েছে তাদের জলঙ্গী থানার পুলিশের হাতে। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে যে খবর সামনে আসে সেটা হল , ধর্মীয় জলসায় প্রচুর ভিড়,এই সুযোগে ভারতে প্রবেশ করে বাংলাদেশীরা।তারা সেই সুযোগে ভারতের বিভিন্ন জায়গায় কাজের জন্য চলে যায়। তারা সেখানে গিয়ে কাজ শুরু করে। কিন্তু শেষ রক্ষা হলো না তাদের।গত একবছর থেকে তারা ভারতীয় হিসেবে লুকিয়ে ছিল। কিন্তু তাদের ধরে ফেলল বিএস এফ।
এটা অবশ্য নতুন কিছু নয়, এর আগেও বাংলাদেশীদের ধরেছিল বিএস এফ। ধৃত ব্যক্তিরা কাদের সঙ্গে যোগাযোগ রাখত, কেন তারা বৈধ নথি না থাকা সত্ত্বেও এতদিন ভারতে থেকে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে।