হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে শ্রাবণ মাসের প্রতি সোমবার গুরুত্ব আলাদা, যদিও বছরের প্রতিটি সোমবারই হিন্দুরা শিব দেবতার বার হিসেবে মেনে চলেন কিন্তু শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের ব্রত পালনের আলাদা গুরুত্ব রয়েছে। তবে প্রতি সোমবার শুধুমাত্র পুজো করলেই চলবে না তার সঙ্গে সঠিক বিধি নিয়ম মেনে চলতে হবে। সঠিক নিয়ম অনুসারে মহাদেবের পুজো করলেই তিনি সন্তুষ্ট হন কিন্তু বিধি অনুযায়ী না পুজো করলেই তিনি অত্যন্ত অসন্তুষ্ট হন। তাই
1. প্রতি সোমবার মহাদেবের পুজোতে সাল অর্পণ করুন এতে আর্থিক সমস্যা যেমন দূর হবে তেমনি অফিসের বেতন বাড়ার সম্ভাবনা থাকে।
2. জীবনে খারাপ ঘটনা এড়িয়ে চলতে প্রতি সোমবার মহাদেবের পুজোয় যব অর্পণ করুন। জীবনে যে কোনও দুর্ঘটনা থেকে মুক্তি পেতে যব অনেকাংশে সাহায্য করে।
3. জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনতে মহাদেবের পুজোয় গম অর্পণ করুন, এ ছাড়াও যাঁরা খুব তাড়াতাড়ি সন্তান পেতে চান তাঁরাও কিন্তু সমর্পণ করতে পারেন।
4. শারীরিক অসুস্থতা দূর করতে মহাদেবের পুজোয় তিল অর্পণ করতে পারেন।