করোনাভাইরাসের মধ্যেই শুরু হতে চলেছে কালীপুজো। একদিকে যেমন উদ্বেগ বাড়ছে আক্রান্তের সংখ্যা দেখে, এমন অন্যদিকে আনন্দকে সরিয়ে রাখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে সংক্রমণ লাগাম দিতে অভিনব উদ্যোগ নিল বারাসাত পুলিশ। আমরা সকলেই জানি বারাসাতের কালী পুজো বরাবর বিখ্যাত। এখানে ভিড় হয় বেশ ভালো। তাই এই ডিউটি থেকে সংক্রমণ ছড়াতে পারে এই আশঙ্কা করে বারাসাত পুলিশ নিল এক অভিনব উদ্যোগ।
কালীপুজোর রাতে যাতে অতিরিক্ত না জমায়েত হয় তার জন্য সমস্ত মণ্ডপে ১৪ টি নিয়ম বেঁধে দিয়েছে পুলিশ। নিয়ম মানলে পাওয়া যাবে নগদ পুরস্কার। চলুন দেখে নেওয়া যাক কি সেই নিয়ম। এই প্রসঙ্গে পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, আমরা কতগুলি নিয়ম বেঁধে দিয়েছি সকলের জন্য।
শব্দ বাজি ফাটানো যাবে না
খোলা রাখতে হবে মন্ডপের তিনদিক
মন্ডপ উদ্বোধন করতে হবে ভার্চুয়ালি
দর্শনার্থীরা দর্শন করতে এলে মুখে মা পরে থাকতে হবে
মন্ডপের ভেতরে স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে।
মন্ডপের প্রবেশ এবং বাইরে দুটো পাতা আলাদা করতে হবে
এছাড়াও আছে আরও বেশ কিছু নিয়ম জানতে পারলে প্রথম দ্বিতীয় তৃতীয় বেছে নেওয়া হবে।
উল্লেখ্য, রবিবার সংবাদমাধ্যমে তরফ থেকে জানতে পারা গেছে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। করোনাভাইরাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু। ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৫০০ জনের বেশি। তাই উদ্বেগ বেড়েছে পুলিশ প্রশাসনের।