প্রতি বুধবার নিয়ম মেনে গণেশের পূজো করলে আর্থিক উন্নতি ঘটে

6
প্রতি বুধবার নিয়ম মেনে গণেশের পূজো করলে আর্থিক উন্নতি ঘটে

সপ্তাহের প্রতিটি দিনে কোনো না কোনো দেবদেবীর পূজো করা হয়। সেইমতো বুধবার সিদ্ধাদাতা গণেশের পুজো করা হয়। যুগ যুগ ধরে এই সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয়। যদিও ভারত ছাড়াও বর্তমানে চীন, জাপান, যবদ্বীপ প্রভৃতি জায়গায় ছড়িয়ে পড়েছে গনপতি বাপ্পার পুজো। কিন্তু ভারতে হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বুধবার গণেশের আরাধনা করে থাকেন।

এককথায় সিদ্ধিদাতা গণেশকে ‘বিনায়ক’, ‘বিনায়কাবিষ্ট’ এবং ‘বিনায়ক মুক্তির’ অনুরূপ বর্ণনা দেখা যায়। চবে প্রতি বুধবার গণেশ আরাধনার জন্যও বেশ কিছু নিয়ম মানতে হয়। পঞ্চ উপাসনার মধ্যে এই গণেশ আরাধনা অন্যতম হিসেবে ধরা হয়।তাই প্রতিবুধবার গণেশের সামনে লাড্ডুর ভোগ দিয়ে, ধূপ জ্বালিয়ে, শুদ্ধ ব্স্ত্র পড়ে যদি গণেশ আরাধনা করে থাকেন সেক্ষেত্রে কোনোরকম বাধা বিপত্তি থাকবে না। একইসঙ্গে মঙ্গল হবে।

পাশাপাশি সংসারে শ্রীবৃদ্ধি করতে গেলে প্রতি বুধবার গণেশের একটি করে ঘট স্থাপন করে তাতে লাল চেলি কাপড় দিয়ে একটি নারকেল নিবেদন করবেন। তারসঙ্গে গণেশ মন্ত্র যপ করবেন। ব্যবসায় উন্নতি করে প্রতি বুধবার গণেশ পুজো করা অত্যন্ত প্রয়োজনীয়।
গণেশ পূজা মন্ত্র :
একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম।
বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম।।
.
অর্থাৎ, “যিনি একদন্ত, মহাকায়, লম্বোদর, গজানন এবং বিঘ্ননাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি।
ধ্যান মন্ত্র –
ওঁ খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং
প্রস্যন্দম্মদগন্ধলুব্ধ মধুপব্যালোলগন্ডস্থলম্ ।
দন্তাঘাত বিদারিতারিরুধিরৈঃ সিন্দুরশোভাকরং ,
বন্দেশৈল সুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম্ ।।
.
মন্ত্রঃ – ওঁ গাং গণেশায় নমঃ ।