দাঁড়িয়ে জল খাওয়া নাকি শরীরের পক্ষে ক্ষতিকর। এমনটাই জানাচ্ছে আয়ুর্বেদ। আয়ুর্বেদের তথ্য অনুসারে দাঁড়িয়ে জল খেলে জল সরাসরি পাকস্থলীতে চলে যায়। এরফলে ক্ষতি হতে পারে পাকস্থলীর পাশের অর্গ্যানগুলির।
শুধু এটাই নয়। দাঁড়িয়ে জল খেলে ক্ষতি হতে পারে কিডনিরও। কারণ, দাঁড়িয়ে জল খেলে ফিল্টার না হয়েই সরাসরি পাকস্থলীতে পৌঁছয় জল। এরফলে দূষিত পদার্থ ব্লাডারে গিয়ে জমা হয়, ফলে ক্ষতিগ্রস্থ হতে পারে কিডনি।
তাছাড়াও দাঁড়িয়ে জল খাওয়ার ফলে হার্ট অথবা ফুসফুস জনিত রোগেরও সন্মুখীন হতে পারেন। তাই জল ধীরে ধীরে খাওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। ফলে জলের মধ্যে থাকা প্রয়োজনীয় উপাদানগুলি শোষণের সুযোগ পাবে শরীর।