আমাদের সকলের জীবনেই নানা রকমের সমস্যা থাকে যদিও প্রত্যেকে সমস্যা আলাদা হয়। তাই সমস্যা মুক্ত করতে আমরা প্রাণপন চেষ্টা করি। শরনাপন্ন হই জ্যোতির্বিদদের। জ্যোতিষবিদদের পরামর্শ অনুযায়ী আমরা নানা রকমের প্রতিকারের সন্ধান পাই। বিভিন্ন সমস্যা মেটাতে বিভিন্ন ধরনের রত্ন ধারণ করার পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষীরা। তাঁদের মতে সঠিক রত্ন সঠিক আঙুলে ধারণ করলে ঠিক ফল পাওয়া যায় তাই জেনে নেওয়া যাক কোন রত্ন কোন আঙুলে পরা উচিত-
1) মুন স্টোন সব সময় অনামিকায় ধারণ করতে হয়।
2) সব সময় শুক্র গ্রহের রত্ন কনিষ্ঠ বা মধ্যমাতের ধারণ করবেন।
3) বৃহস্পতির রত্ন এবং প্রবাল সব সময় তর্জনী বা অনামিকাতে ধারণ করলে সুফল পাওয়া যায়।
4) হিরা এবং পান্না কনিষ্ঠা বা অনামিকাতে ধারণ করাই ভালো।
5) নীলা মধ্যমার রত্ন তাই সব সময় লীলা মধ্যমায় পড়া চেষ্টা করবেন।
6) বুধ গ্রহের রত্ন কনিষ্ঠা বা মধ্যমায় ধারণ করা উচিত।
7) বৃহস্পতির মতো মঙ্গলের রত্ন অনামিকা বা তর্জনীতে ধারণ করতে হবে এমনকি চুনী রত্নের ক্ষেত্রেও তাই।
8) রবি রত্ন এবং পোখরাজ ধারণ করতে হবে তর্জনী বা অনামিকায়।
9) চন্দ্র গ্রহের রত্ন মুক্তা সব সময় অনামিকা বা কনিষ্ঠার ধারণ করা উচিত।