হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে শাঁখের গুরুত্ব আলাদা৷ প্রতিদিন সন্ধ্যা এবং সকালে শাঁখ বাজিয়ে দেবতাদের সন্তুষ্ট করা হয় এমনটাই মনে করেন হিন্দু ধর্মাবলম্বীরা৷ হিন্দু শাস্ত্রে কথিত আছে শাঁখ শ্রী বিষ্ণুর অন্যতম অস্ত্র আর শাঁখে ফু দিলেই যে হাওয়া বের হয় তা অশুভ শক্তিকে বাড়ি থেকে দূরে রাখতে সাহায্য করে৷ হিন্দু ধর্ম ছাড়াও বৌদ্ধ ধর্মে শাঁখের ব্যবহার রয়েছে৷ হিন্দু গৃহস্থের বাড়িতে সাধারণত দুটি করে শাঁখ থাকেই, একটি পূজার কাজে ব্যবহৃত হয় এবং একটি বাজানো হয়৷ তবে হিন্দু শাস্ত্র মতে নিয়ম মেনে শাঁখ না বাজালে তা হলে কিন্তু বিপদ হতে পারে৷ দেখে নেওয়া যাক শাঁখ রাখার নিয়ম-
1. বাড়িতে একই ঘরে দুটি শাঁখ একসঙ্গে রাখবেন না৷
2. সব সময় গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপর হলুদ কাপড়ের ওপর রেখে দেওয়া উচিত৷
3. জলশাঁখ নিয়মিত গঙ্গা জল দিয়ে ধুয়ে সেটি সাদা কাপড়ে মুড়ে অন্যত্র রেখে দিতে হবে৷
4. চেষ্টা করবেন শিব লিঙ্গের পায়ের কাছে ৷
5. অনেকেই সূর্যদেবের পুজোর ক্ষেত্রে গঙ্গার জল শাখের মধ্যে দিয়ে সেটি পুজোর কাজে ব্যবহার করেন কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা৷ এই কাজ করলেই মারাত্মক বিপদ হতে পারে৷