গত কয়েক মাস ধরে কলকাতার আশেপাশের কিছু এলাকায় গলিতে গলিতে কুকুরের উৎপাত বড্ড বেশি বেড়েছে। আর এই উৎপাত থেকে রেহাই পাওয়ার জন্য বাড়ির দরজায় দরজায় নীল জলের বোতল ঝুলিয়েছে অনেকেই। কারণ অনেকেরই ধারণা, বাড়ির সামনে নীল জলের বোতল ঝুলিয়ে রাখলে কুকুর নাকি কাছে আসে না। কিন্তু এটা কি আদৌ যুক্তিসঙ্গত? কি মনে হয় আপনাদের? আজকের প্রতিবেদনটি এই সম্পর্কিত।
গত কয়েক মাস ধরে কলকাতা সহ যেমন সিঁথি, বরাহনগর, খড়দহ, পানিহাটি, ব্যারাকপুর পৌরসভা অঞ্চল গুলিতে কুকুরের অতিরিক্ত উপদ্রবের জেরে পুরসভার পক্ষ থেকে প্রত্যেক বাড়িতে বোতলের মধ্যে নীল জল ভরে দরজায় ঝুলিয়ে রাখার কথা বলা হয়েছে। কারণ এ প্রসঙ্গে তাঁদের মত, এতে কুকুরের জ্বালাতন খানিকটা হলেও কমে। আর এই টোটকায় বেশ কাজ হয়েছে বলে ওই একলাবাসী দাবি করেছেন।
তবে এই পদ্ধতি কি আদৌ বিজ্ঞানসম্মত? নাকি সবটাই বুজরুগী! জানলে অবাক হবেন, শহরের অনেক বাড়িতে দরজায় ঝুলিয়ে রাখা নীল জলের বোতলে বেশ কাজ হচ্ছে। কারণ কুকুর এসে ওই বোতলেই প্রস্রাব করে যাচ্ছে।
এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলেছেন, নীল জলের বোতল ঝোলানোর সঙ্গে কুকুরের না আসার কোনো সম্পর্ক নেই। এটা শুধুই গুজব। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তাঁদের মতে এভাবে কুকুরকে দূরে সরিয়ে রাখা যায় না। কারণ কুকুরের সেরকম রং শনাক্ত করার ক্ষমতা নেই। এজন্য নীল জলের বোতল দেখে কুকুর সেখান থেকে দূরে চলে যাবে এই বিষয়টির কোনো ভিত্তি নেই।