বাড়িতে কুকুর বা বেড়াল পোষা কিংবা খরগোশ পোষা অনেকেই পছন্দ করেন৷ তাঁদের নিজেদের বাড়ির সদস্যের মতো প্রতি পালন করে থাকেন অনেকেই৷ কিন্তু অনেকের ক্ষেত্রে আবার সেই পোষ্যরা সুই টেবল হয় না৷ বার বার কুকুর বেড়াল খরগোশ কিনলেও মারা যায়৷ তাই আপনার রাশি হিসেবে কোনও কিছু পুষলে তা আপনার সৌভাগ্য ফিরিয়ে আনে তাই দেখে নেওয়া যাক রাশি হিসেবে কোন কোন পোষ্য আপনার জন্য শুভ-
1. মেষ রাশি- এই রাশির জাতক জাতিকারা যদি বিদেশি প্রজাতির কুকুর বাড়িতে আনেন তাহলে সৌভাগ্যের বার্তা বয়ে নিয়ে আসবে৷
2. বৃষ রাশি- এদের জন্য বিড়াল খুবই সুখকর৷
3. মিথুন– এদের জন্য কথা বলতে পারা পাখি খুবই উপকারী৷
4. কর্কট- এই রাশির জাতক জাতিকাদের ইঁদুর পুষলে তা সৌভাগ্য বয়ে আনে৷
5. সিংহ- এই রাশির জাতক জাতিকাদের ঘোড়া পোষা সব থেকে বেশি ভাল৷
6. কন্যা- এই রাশির জাতক জাতিকাদের কুকুর বেড়ালের বদলে মাছ পোষা ভালো৷
7. তুলা- এই রাশির জাতক জাতিকারা রাশিয়ান ব্লু ক্যাট বুঝতে পারেন৷
8. বৃশ্চিক- জ্যোতিষবিদদের মতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সব বুঝতে পারেন৷
9. ধনু- এই রাশির জাতক জাতিকাদের জন্য কোচ পোষা অত্যন্ত ইতিবাচক৷
10. মকর- এই রাশির জাতক জাতিকাদের গরু পোষা দর্শক৷
11. কুম্ভ– এই রাশির জাতক জাতিকাদের লাভ বার্ড পোষা ভালো৷
12. মীন– এই রাশির জাতক জাতিকাদের জন্য আদর্শ হল খরগোস কারণ খরগোশ আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে৷