রবিবার এই ছোট্ট কাজটি করলে দূর হবে মনের সব অশান্তি

8
রবিবার এই ছোট্ট কাজটি করলে দূর হবে মনের সব অশান্তি

রবিবার ছুটির দিন, মজার দিন, অরাম আয়েসের দিন। কিন্তু নিয়ম করে যদি প্রতি রবিবার এই স্হানে প্রদীপ প্রজ্জোলন করতে পারেন তবে আসবে ঝড়ের গতিতে টাকা পয়সা, আসবে সংসারে সুখ স্বাচ্ছ‍্যন্দ। আপনার প্রত‍্যেক মনোষ্কমনা পূর্ণ হবে।

আপনি যদি প্রতি রবিবার চতুর্মুখী প্রদীপ জ্বালিয়ে অশ্বথ গাছের চারপাশে সতবার পরি্রমা করেন ও নিজের মনের কথা সেখানে বলেন তাহলে সব পূর্ণ হবে। হিন্দু মতে প্রত‍্যেক বারের নিজস্ব দিক আছে। তাই কোনো বার ফেলনা নয়। সব বারের গুরুত্ব আছে।

রবিবার এই প্রদীপ জ্বালিয়ে অশ্বথ গাছের আরাধনা করুন। পরপর চারটি রবিবার এই নিয়ম মানতে হবে, তাহলেই রোগ ব‍্যাধি সব দূর হবে। আসবে টাকা পয়সা, সুখ শান্তি। এইসব ছোট ছোট কাজ রবিবার করুন ,তাহলেই সব মনের অশান্তি দূর হয়ে যাবে।