বাঙালি পরিবারে শিশুদের বার বার ন্যাড়া করে নেওয়ার একটা অভ্যাস রয়েছে। এতে শিশুর চুল ঘন এবং নতুন চুল গজায় বলে ভাবেন অনেকেই। কিন্তু ন্যাড়া করার সাথে চুল গজানোর সম্পর্কই বা কি?
বিজ্ঞান কিন্তু সেটা বলছেনা। একটি নির্দিষ্ট বয়সে চুল এমনিই গজায়।
বিজ্ঞানীরা মনে করেন, চুল ঘন হবে নাকি পাতলা হবে তা নির্ভর করে জিনের উপর।
তাই চুল ঘন হওয়া বা ভালো চুলের আশায় শিশুকে বার বার ন্যাড়া করা কিন্তু অর্থহীন।
ন্যাড়া করার পর চুল গজানো কখনও সম্ভব নয়।