তাহলে কি এবার টাটা ও মারুতির মাথায় হাত পরতে চলেছে? কারণ সম্প্রতি ষষ্ঠ জেনারেশনের হুন্ডাই ভার্না , তাও একেবারে নতুন মডেল প্রকাশ করল সংস্থা। যেটা দেখে একপ্রকার হা করে তাকিয়ে থাকতেই হবে। এই গাড়ির ডিজাইনে দারুণ ভাবে মুগ্ধ নেটিজেনেরা। নতুন গাড়ির আত্মপ্রকাশ নিয়ে কৌতূহলের শেষ ছিল না, আর তারপরেই সংস্থার তরফ থেকে এই নতুন মডেলের ফার্স্ট লুক প্রকাশ করে।
আগামী ২১ মার্চ দিনটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। কারণ সেদিনই বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করতে চলেছে সেডান হুন্ডাই ভার্না। ইতিমধ্যেই গাড়িটির ক্রেজ আকাশ ছুয়েছে।, যার কারণেই তার বুকিং শুরু হয়ে গেছে। ২৫০০০ টাকা দিয়ে গাড়িটির বুকিং শুরু হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে এই যে গাড়িটি সেটা কিন্তু টুসন ও লেটেস্ট জেনারেশন ইলানত্রার আদলেই বানানো হয়েছে।
এবার যদি এই গাড়ি ভারতে লঞ্চ হওয়ার কথায় আসা যায়, তাহলে সংস্থা জানিয়েছে একেবারে ইউনিক ভাবে আসবে গাড়িটি ভারতে। কারণ এতদিন যেসব কিছু ছিল না , সেগুলোই সাথে নিয়ে ভার্না আসতে চলেছে ভারতে। স্প্লিট হেডল্যাম্প, সেট-আপ ফ্রন্ট এবং এলইডি লাইট বার। গাড়িটির মধ্যে রয়েছে একটি স্পোর্টস লুক। চার চাকার বনেটটি একেবারে সমতল রাখা হয়েছে, এদিকে গাড়ির দরজায় থাকা স্ট্রিপ গুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা চাকার আর্কের সাথে একেবারে মিলে একাকার। এদিকে ডায়মন্ড কাট অ্যালয় হুইল অত্যন্ত মসৃণ ভাবে রাখাহয়েছে। আরও যতদিন যাবে তত গাড়ির বিভিন্ন ফিচার সামনে আসবে।