ভিক্ষা করে হলেও স্ত্রীকে ভরনপোষণ দিতে হবে স্বামীরঃ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট

12
ভিক্ষা করে হলেও স্ত্রীকে ভরনপোষণ দিতে হবে স্বামীরঃ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট

ভিক্ষা করে হলেও স্ত্রীকে ভরনপোষণ দিতে হবে স্বামীর। এমনটাই পাঞ্জাব ও হরিয়ানার একটি কোর্ট থেকে নির্দেশ দেওয়া হল। আসলে একটি বিবাহ বিচ্ছেদ তথা খোরপোশের মামলায় এমন পর্যবেক্ষণ করা হল। তরুণীর আবেদনের ভিত্তিতে নিন্ম আদালত রায় দেয়। কিন্তু স্বামী সেই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে দারস্থ হয় স্বামী। রায়ে বলা হয়েছিল মাসে ৫০০০ টাকা করে খোরপোশ দিতে হবে তার স্ত্রীকে।

তবে স্বামী অনেকটা আশা নিয়েই হাই কোর্টের দারস্থ হয়েছিল কিন্তু সেখানে বলা হয়েছে যে, ভিক্ষা করে হলেও খোরপোশ দিতে হবে স্বামীকে। আদালত সূত্রে জানা যাচ্ছে, বিবাহ বিচ্ছেদের মামলা করেছে স্ত্রী। আর সেখানেই হিন্দু বিবাহ আইন হিসেবে খোরপোশের দাবি করেন তিনি। মাসে ১৫ হাজার টাকার দাবি করেন স্ত্রী, সাথে মামলার খরচের ১১ হাজার টাকা দাবি করেন। তবে বিচারক স্বামীর আর্থিক সক্ষমতা দেখে বিবেচনা করেন মাসে ৫ হাজার টাকা খোরপোশ দেবে স্বামী ও মামলার খরচ হিসেবে ৫৫০০ টাকা দেবে সে।

এই নির্দেশের পরেই স্বামী হাইকোর্টের দারস্থ হয়। কিন্তু স্বামীর আবেদন খারিজ করে দেয় পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট। বিচারপতি এইচ এস মাদান বলেন, স্বামী সুস্থসবল মানুষ। একজন দিনমজুর ৫০০ টাকা মজুরি পান। অতএব দ্রব্যমূল্যের বাজারে এই নির্ধারিত খোরপোশ একদমই বেশী নয়। বিচারপতি আরও বলেন, স্ত্রীর দেখভাল করা স্বামীর নৈতিক ও আইনি কর্তব্য, তাই ভিক্ষা করে হলেও এই খোরপোশ দিতে হবে।