কেমন থাকবে কালীপূজোর আকাশ? জেনে নিন আবহাওয়া দপ্তরের খবর

17
কেমন থাকবে কালীপূজোর আকাশ? জেনে নিন আবহাওয়া দপ্তরের খবর

কলকাতার আবহাওয়া ( Kolkata Weather Update)ভোরের দিকে হালকা শীতের আমেজ আর দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে এভাবেই একেবারে সঠিকভাবে হেমন্তকাল অনুভব করতে শুরু করেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দারা।
ওয়েদার আপডেটে সকালের তাপমাত্রার পারদ ইতিমধ্যেই নেমে গেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আগামী দু দিনেও এই ধরণেরই থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া। এদিকে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর কালীপুজো বা দিওয়ালিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির (rain)কোনও পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গে (North Bengal Weather Update)কিন্তু আকাশ অংশত মেঘলা সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিংয়ে। অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকছে কুয়াশার পূর্বাভাস।

এদিকে দক্ষিণ ভারতের একাধিক রাজ্য কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের জন্য IMD অ্যালার্ট (Rain Alert)জারি করেছে। মৌসম ভবন জানিয়েছে এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। এরইসঙ্গে ওড়িশা. মরাঠবাড়া, রায়লসীমা, দক্ষিণ কর্ণাটক, মধ্য মহারাষ্ট্র কোঙ্কন.

গোয়া ও তেলেঙ্গানাতেও বৃষ্টি হবে। এদিকে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে এয়ার কোয়ালিটি অত্যন্ত খারাপ হয়েছে। পরালি জ্বালানোর জন্য হাওয়ার মান দিল্লিতে মঙ্গলবার ২.৫ মান হয়েছে। আইএমডি (IMD) মঙ্গলবারই জানিয়েছে নভেম্বরে দক্ষিণভারতে সামাণ্যর থেকে অধিক বৃষ্টি হওয়ার আশঙ্কা। বৃষ্টির পরিমাণ সামাণ্যর থেকে ১২২ শতাংশ হবে।