কেমন ফুল দিয়ে পূজা করতে হয়? জেনে নিন

181
কেমন ফুল দিয়ে পূজা করতে হয়? জেনে নিন

ফুল সাধারণত আমরা দেব দেবীদের পায়ে অর্পণ করি। তবে ফুল অর্পণ করা মানেই কিন্তু সঠিক ভাবে পুজো নয়, ঠাকুরকে ফুল নিবেদন করার মধ্যেও অনেক রীতিনীতি আছে। যেমন কখনও স্নান করে ফুল গাছে হাত দিয়ে ফুল তুলে সেই ফুল দিয়ে পুজো করতে নেই।

এ ছাড়াও পড়ে থাকা বস্ত্রের মধ্যে ফুল রাখতে নেই। তবে বর্তমানে ফুল গাছের সংখ্যা আস্তে আস্তে কমে আসছে তাই সাধারণ মানুষ বাজারের ফুল দিয়ে ঠাকুর পুজো করে থাকেন। আগের দিন এনে রেখে দেওয়া ফুল পরদিন ঠাকুরের সেবায় অর্পণ করেন কিন্তু প্রশ্নটি হল বাসি ফুলেই পুজো করাটাকে ঠিক?

হিন্দু শাস্ত্র মতে ছেঁড়া মাটিতে পড়ে চেপ্টে যাওয়া কিংবা গন্ধ শোঁকা হয়েছে এমন ফুল ঠাকুরকে দিতে নেই। শুধু তাই নয় গাছ থেকে তোলা ফুল বা ফুল যদি ধুয়ে ঠাকুর পুজোয় দেওয়া হয় তাতে কিন্তু ঠাকুর অসন্তুষ্ট হন।

অন্য দিকে পোকা খাওয়া বা বাসি ফুল দিয়ে কখনওই ঠাকুর পুজো করতে নেই তা হলে যিনি পুজো করছেন তিনি দেবতার অভিশাপ পান। শুধু তাই নয় ভোরবেলা সন্ধেবেলা অমাবস্যা পূর্ণিমা আর দ্বাদশীতে তুলসী পাতা ও বেল পাতা কখনওই ছিঁড়বেন না।