বিনামূল্যে বিমানে হংকং কীভাবে যাবেন? জানুন

5
বিনামূল্যে বিমানে হংকং কীভাবে যাবেন? জানুন

আপনি বিমানে চড়ে হংকং গেলেন অথচ কোনও খরচ হবে না। এমনটা কোনও আকাশকুসুম কল্পনা নয়। যদি আপনি হতে পারেন ভাগ্যবান ৫ লক্ষ জনের একজন।

কেননা হংকং প্রশাসন এতগুলি বিমানের টিকিট বিলি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০১৯ সালে হিংসাত্মক প্রতিবাদ হওয়ার পর থেকেই হংকংয়ের ভাবমূর্তি প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই অতিমারীর প্রাদুর্ভাবে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

বিশ্বের কাছে হংকংয়ের ভাবমূর্তি শোধরাতে এবং পর্যটকদের ফেরাতে ‘হ্যালো হংকং’ প্রকল্প শুরু করা হবে। তারই অংশ বিমানের টিকিট বিলি করা। এমনটাই দাবি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। সব মিলিয়ে ২০০টি পরিকল্পনা রয়েছে হংকং প্রশাসনের।

তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিনামূল্যে টিকিট বিলির পরিকল্পনা। সেদেশের ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ ও এয়ারলাইন এইচকে এক্সপ্রেসের তরফেই ওই টিকিট বিলি করা হবে। চিন-সহ এশিয়ার বিভিন্ন দেশের পর্যটকরা ওই টিকিট পাবেন। টিকিট দেওয়া হবে ইউরোপ ও মার্কিন পর্যটকদেরও।