হিন্দু বাড়িতে নানান রকম ঠাকুরের পূজো হয়ে থাকে, যার কারণে পুজোয় নানান রকমের বাসন লাগে। অনেক রকম বাসনপত্র বিশেষ করে পুজোর ক্ষেত্রে স্টিল, পিতল এবং কাঁসার বাসন ব্যবহার করা হয়। তবে বহুদিন ধরে এই বাসনপত্র ব্যবহার করার ফলে নানা কারণে বাসনের উজ্জ্বল ভাব চলে যায় এবং দিন যত যায় ততকাল যে রং এবং চটচটে হয়ে যায়। এই প্রতিবেদনে আমরা এমন কিছু ও পদ্ধতি বলব যার কারণে এই সমস্ত বাসন গুলি পরিষ্কার করলে আবার আগের মতোই ঝকঝকে দেখাবে।
এই বাসন পরিষ্কার করতে মাত্র তিনটি উপকরণ লাগবে যে উপকরণ গুলি হল, প্রদীপের মাটি লবণ এবং লেবু। এখন প্রদীপের মাটি কি সেটা শুনলে পরে অনেকেই অবাক হয়ে যেতে পারেন, আসলে প্রদীপের মাটি হল পুরনো কালো হয়ে যাওয়া মাটি। অনেক সময় মাটির প্রদীপ ব্যবহার করা হয়ে গেলে ফেলে দেওয়া হয় কিন্তু সেই মাটির প্রদীপ গুলো ফেলে না দিয়ে গুড়ো করে তার মধ্যে লবণ এবং লেবুর রস মিশিয়ে যদি বাসন পরিষ্কার করা যায় তাহলে কিন্তু বাসন ঝকঝকে হয়ে যাবে।
পুজোর বাসন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রথমে এই তিনটি উপকরণকে একসঙ্গে মেশাতে হবে এবং সেই মিশ্রণটিকে পেস্টের মতো তৈরি করে নিতে হবে। এই পেস্টটি কিছুক্ষণ বাসনের মধ্যে লাগিয়ে রাখুন তারপরে হালকা ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন। তবে অনেক সময় লেবুর রস হয়েও এই কালচে ভাব যায় না সে ক্ষেত্রে ভিনিগার ব্যবহার করা যেতে পারে।