কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে শেষ পুর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। সদ্য প্রস্তাবিত কেন্দ্রীয় বাজেটে মহিলাদের জন্য আনা হল স্বল্পসঞ্চয় প্রকল্প, সেখানে ২ বছরের জন্য টাকা রাখা যাবে ২ লক্ষ টাকা।
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পে দু’বছরের জন্য টাকা রাখলে ২ লক্ষ টাকা অবধি ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন মহিলারা। ৩১ মার্চ ২০২৫ সাল পর্যন্ত এই টাকা রাখা যাবে। এ ছাড়া প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হয়েছে।
তবে, ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ স্কিমটিতে প্রাপ্ত বয়স্ক মহিলাদের পাশাপাশি শিশুকন্যারও নামেও টাকা জমা রাখা যাবে। অন্য সাধারণ সঞ্চয় প্রকল্পের তুলনায় এখানে সুদের হার বেশি। এই প্রকল্পে ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, PPF, NSC এবং SSY সঞ্চয়ের জন্য খুব জনপ্রিয় স্কিম। তবে কেন্দ্রের এই স্কিমগুলিতেও ৭.৫ শতাংশের অনেক কম সুদ পাওয়া যায়।