সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে ফোন ঘাটাঘাটির ধরণ দেখে কার কেমন ব্যক্তিত্ব তা বোঝা যায়। অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ফ্লোরা সালিম বলেছেন, ফোনে কথা বলার সময় আমরা কতটা পথ হাঁটি, কতটা জোরে হাঁটি বা কতক্ষন ধরে কথা বলি তা থেকে আমাদের চরিত্র বোঝা যায়।
যারা সারা সপ্তাহ ধরে সমানভাবে অ্যাকটিভ থাকেন তারা অন্তর্মুখী চরিত্রের হয়। আবার যারা সারা সপ্তাহ ধরে বিভিন্ন মানুষের দেখা সাক্ষাৎ করেন তারা হলেন বহুর্মুখী চরিত্রের।
দয়াশীল মহিলারা অন্যকে ফোন করেন বেশি পরিমাণে। সংবেদনশীল মহিলারা খুব ঘন ঘন মোবাইল দেখেন, কিন্তু সংবেদনশীল পুরুষেরা তার ঠিক উল্টো। অনুসন্ধিৎসু স্বভাবের লোকেদের কাছে ফোন আসলে তাঁরা খুব কম ফোন রিসিভ করেন।