দুনিয়াটা যেভাবে ঠক, জোচ্চোর, আর মিথ্যেবাদীতে ভরে গেছে তাতে খুব কম মানুষই রয়েছে যারা সত্যি কথা বলেন। কিন্তু যদি আপনার মনে হয় আপনার সামনে দাঁড়িয়ে কেউ অবলীলায় মিথ্যে বলে যাচ্ছে অথচ আপনি সিওর হতে পারছেন না সে মিথ্যে বলছে না সত্যি তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য।
মুখ ও চোখ ঢেকে রাখা : কোনও ব্যক্তি যদি আপনার সঙ্গে কথা বলার সময় বারবার তার চোখ বা মুখ ঢেকে নেন, তাহলে সম্ভবত তিনি মিথ্যা বলছেন। বিশেষজ্ঞদের মতে, মিথ্যাবাদী ব্যক্তি তাঁর প্রতিক্রিয়া লুকানোর চেষ্টা করেন, তাই তিনি বারবার তাঁর চোখ ও মুখ ঢেকে রাখেন।
অস্বস্তিতে পড়ে যাওয়া : মনোবিদদের মতে মিথ্যে ধরার সবচেয়ে বড় উপায় পাল্টা প্রশ্ন করা। অর্থাৎ কেউ যখন কিছু বলছেন, তখন যদি মনে হয় যে তিনি মিথ্যা বলছেন তাহলে তাঁকে পাল্টা প্রশ্ন করা যেতে পারে। আর তিনি যদি মিথ্যা বলেন তাহলে হঠাৎ সেই প্রশ্নের মুখে অস্বস্তিতে পড়তে পারেন। আর মিথ্যা বলার সময় অনেকেই হাতে হাত ঘষেন, বা নখ ঘষেন, কিংবা অকারণ পা নাড়াতে শুরু করেন। এগুলির মাধ্যমেও ধরা যায় মিথ্যা।
যিনি মিথ্যে বলছেন তার চোখের দিকে তাকান : কোনও ব্যক্তি যদি আপনার সঙ্গে কথা বলার সময় এদিক-ওদিক তাকিয়ে থাকেন, তাহলে তার মানে তিনি হয়তো আপনার সঙ্গে মিথ্যা বলছেন। একটি গবেষণায় দেখা গিয়েছে যে, একজন ব্যক্তি মিথ্যা বলার সময় ডানদিকে থেকে বামদিকে চোখ নাড়াতে থাকেন। তাই পরের বার যদি আপনি মনে করেন যে কেউ আপনাকে মিথ্যা বলছে, তাহলে অবশ্যই তার চোখ লক্ষ্য করুন। আপনি ঠিক বুঝে যাবেন।