রিয়ার কেরিয়ারে কীভাবে পতন শুরু হয়েছিল? জানুন

10
রিয়ার কেরিয়ারে কীভাবে পতন শুরু হয়েছিল? জানুন

খুব কম বয়সেই সিনে দুনিয়ায় হাতেখড়ি হয়েছিল রিয়া সেনের। তাঁকে প্রথম দেখা যায় ১৯৯৮ সালে ১৭ বছর বয়সে ফাল্গুনী পাঠকের মিউজিক ভিডিও ‘ইয়াদ পিয়া কি আনা লাগি’-তে মডেল হিসাবে। টলিউড ছাড়িয়ে সোজা বলিউড থেকেই ডাক পেয়েছিলেন তিনি। অন্য কিছু না ভেবে বলিউড পাড়ি দিয়েছিলেন। সেখানেই এক অন্য লুকে ধরা দিয়েছিলেন এই হট নায়িকা। রিয়া সেন বরাবরই নিজের লুক থেকে পার্ফেক্ট, তাঁর সৌন্দর্যের জন্য বিভিন্ন মহলে তিনি প্রশংসাও পেয়েছেন অনেক।

বলিউডের পাশাপাশি বাংলা, তেলেগু ও তামিল ছবিতে অভিনয় করতে দেখা যায় মুনমুন কন্যাকে। রিয়া বরাবরই খুব সাহসী। বারংবার বিভিন্ন ছবির মাধ্যমে নিজের সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি। কখনও কোনো ধরনের পোজ দিতে সংকোচ বোধ করেন না তিনি। আর সেইসব ছবি সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল হয়। যাকে বলে অলটাইম সুপারস্টার। অর্থাৎ বোঝাই যাচ্ছে রিয়া সেন মানেই হটনেসের ঝড়। তাঁর প্রতিটা পদক্ষেপের দিকে নজর থাকে তাঁর অনুরাগীদের। ৪২ বছর বয়সেও নিজের স্টানিং লুক কি করে সবসময় ধরে রাখেন তিনি তা নিয়ে কৌতুহলের শেষ নেই তাঁর ভক্তমহলের।

মাত্র ৫ বছর বয়সে অভিনয় জীবনে পদার্পণ করা রিয়ার বাবা ভারত দেব বর্মা হলেন ত্রিপুরার রাজ পরিবারের সদস্য এবং মা হলেন মুনমুন সেন। এর পর ১৯৯১ সালে তিনি ‘শিশুকন্যা’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০১ সালে এন চন্দ্র পরিচালিত কম বাজেটের কমেডি ফিল্ম স্টাইলে তিনি প্রধান অভিনেত্রী হিসেবে সুযোগ পান। এর পরে তিনি ‘দিল ভিল প্যার ভাইয়ার’, ‘ঝাঁকার বিটস’, ‘কেয়ামত’ ‘আপনা স্বপ্ন মানি মানি’ সহ আরও অনেক হিট সিনেমায় কাজ করেছেন।

সূত্রের খবর, অক্ষয় খান্না থেকে শুরু করে লেখক সালমন রুশদির সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল এক সময়। আবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রীশান্তের সঙ্গেও তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন। এসব সত্ত্বেও রিয়া সেনকে নিয়ে এমন এক ঘটনা ঘটে যা নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে যায়।

২০০৫ সালে যখন রিয়া এবং অভিনেতা অশমিত প্যাটেলের মধ্যে সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে তখন একটি এমএমএম ফাঁস হয়, যা নিয়ে সৃষ্টি হয়েছিল নানা বিতর্কের। এই সময় এই ঘটনার জন্য অনেকে রিয়াকে দোষারোপ করে।

অনেকে এও বলেছিলেন, রিয়া আকর্ষণ পেতে চেয়েছেন তাই এমন কাজ করেছেন। কিন্তু এই ভিডিওকে রিয়া এবং অশমিত দুজনেই নকল ভিডিও বলেন। আর এই এমএমএস প্রকাশ্যে আসার পর থেকেই রিয়ার কেরিয়ারে পতন শুরু হয়। তার ফলস্বরূপ বলিউড থেকে দূরে সরে আসেন রিয়া।