কীভাবে বিয়ে করেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক? জানলে অবাক হবেন

7
কীভাবে বিয়ে করেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক? জানলে অবাক হবেন

টলিউডের প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিক নিজের অভিনয় দক্ষতার দ্বারা বারবার মন জয় করে নিয়েছেন সকলের। কোয়েল মল্লিকের অসাধারণ ব্যবহারের জন্য তাকে ব্যক্তিগতভাবে সম্মান এবং শ্রদ্ধা করে সাধারণ মানুষ। কোয়েল এমন একজন অভিনেত্রী যাকে নিয়ে কখনো বিতর্ক তৈরি হয়নি কারোর মনে।

রঞ্জিত মল্লিক কন্যা কোয়েল ২০০৩ সালে নাটের গুরু সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছিলেন। একের পর এক বহু সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করে মানুষকে মনোরঞ্জন করেছেন তিনি। একসময় অনেকেই ভেবে নিয়েছিলেন জিৎ এবং কোয়েল একে অপরের প্রেমে পড়েছেন কিন্তু তা যে একেবারে ভুল করে প্রমাণ হয়ে যায়। কোয়েল বিয়ে করেন নিষপাল সিং রানেকে।

টলিউডের একজন প্রযোজক নিসপাল বিয়ের আগে কোয়েলের সঙ্গে ৭ বছরের সম্পর্ক ছিলেন। ২০১৩ সালে তাদের বিয়ে ঠিক হয়। তবে সম্পর্ক শুরু হওয়ার সাত বছর কেটে গেলেও বিয়ের জন্য রাজি ছিলেন না কোয়েল। এক সময় কার্যত বাড়ির চাপে বিয়ে করতে বাধ্য হয় তিনি।

একবার একটি সাক্ষাৎকারে নিজের বিয়ে সম্পর্কে কথা বলতে গিয়ে কোয়েল বলেন, একদিন সকালে যখন ঘড়িতে সাড়ে আটটা বাজে তখন আচমকাই আমি আমার মাকে বললাম আমি বিয়ে করতে চাই। প্রথমে মা একটু অবাক হলেও দ্বিতীয় বার আমাকে আর সুযোগ দেননি ভাবার। সঙ্গে সঙ্গে আমার বাড়ি থেকে নিষপালের বাড়িতে ফোন যায়। বিয়ের কথা বলার পর নিসপাল আমায় ফোন করে বলেন, এত তাড়াতাড়ি?
আমি পাল্টা উত্তর দি, তার মানে? এরপর অবশ্য আর দেরি হয়নি বিয়ের সানাই বাজতে।