পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে যাওয়ার ফলে বেড়ে গেছে বাস এবং ট্রেনের ভাড়া। ফলে সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে সবকিছু। চারচাকা তো বটেই এখন দুই চাকা কিনতে গেলে ও বারবার ভাবতে হবে সকলকে। বাইক অথবা স্কুটার নিয়ে কাছাকাছি দীঘা ঘুরতে গেলে ওদের ৭৫০ থেকে প্রায় ৮০০ টাকা।
কিন্তু আপনি যদি ঘরে বসে মাত্র ৫০০০ টাকার ডাউনপেমেন্ট দিয়ে পেয়ে যান অনবদ্য একটি স্কুটার তাহলে কেমন হবে? পেট্রোল নয় বরং বিদ্যুৎ চালিত স্কুটার চালিয়ে আপনার সাশ্রয় হবে অনেকটাই। Hero City speed Nyx- hx স্কুটার আপনার জন্য এনেছে একটি দারুণ সুযোগ। স্কুটার ঘরে নিয়ে এল এ মাত্র ১২ থেকে ১৩ টাকার বিদ্যুৎ খরচ আপনি পৌঁছে যাবেন কলকাতা থেকে দিঘা।
সংস্থার দাবি, Hero City Speed NYX-HX ইলেকট্রিক স্কুটার এক চার্জে প্রায় ২১০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। এর ১.৫৩৬ kWh এর ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেয় মাত্র ১ ঘণ্টা।ইলেকট্রিক স্কুটার চার্জ দিতে ১.৫-২ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। অর্থাৎ, Hero City Speed NYX-HX ইলেকট্রিক স্কুটার ফুল চার্জ দিতে খরচ হবে মোটামুটি ১২-১৩ টাকার।
এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৪২ কিলোমিটার। এই ইলেকট্রিক স্কুটারের বেস ভেরিয়েন্টের দাম ৬৪,৬৪০ টাকা।