সম্পর্কের ভিত মজবুত রাখতে জেনে নিন কিছু টিপস

38
সম্পর্কের ভিত মজবুত রাখতে জেনে নিন কিছু টিপস

আজকাল এই কথার জন‍্যই সম্পর্কে তিক্ততা তৈরী হচ্ছে। একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। সময় নেই কিন্তু সময় বের করে নীতে হয়। এটার ওপর নির্ভর করে চলতে হলে আপনাকেও সবকিছু মেনটেন করতে হবে। যদি আপনার পার্টনারকে বলেন যে আপনার কাছে সময় নেই। তাহলে সম্পর্কে তিক্ততা আরও বাড়বে। তাই বিশেষজ্ঞরা বলছে যে আপনার সিডিউলটাকে এমনভাবে ফিক্সড করুন, যাতে আপনার সঙ্গীকে সময় দিতে পারেন ।

যদি আপনার বস আপনাকে কোনো কাজ দেয়, তাহলে আপনি কি বলবেন সময় নেই। তো ঠিক একি ভাবে আপনার সঙ্গীকেও সময় দিতে হবে আপনার বিচার করতে হবে কে বেশী গুরুত্বপূর্ণ। তার উপর বীত্তি করে আপনাকে কাজ করতে হবে। বিশেষজ্ঞরা বলে আপনার সময় না হলেও আপনি চেষ্টা করুন সময় দেওয়ার জন‍্য।

কারণ যদি আপনি না দেন তো এটাএকটা অভ‍্যাসে পরিণত হবে। তো আপনাকে অল্প অল্প করে সময় দিতে হবে ।তাকে আপনি গুরুত্ব না দিলে সে ভাববে, হয়তো আপনার উপরে সে বোঝা হয়ে আছে। তো এই জন‍্যই কাজের থেকে বেশী গুরুত্ব দিতে হবে আপনার সঙ্গীকে। যার ফলে আপনার সম্পর্কে মিষ্টত্ব বজায় থাকবে।