সুন্দর এবং সুষ্ঠভাবে বিবাহের পরবর্তী জীবন কাটাতে রইলো কিছু সহজ টিপস! দেখে নিন

25
সুন্দর এবং সুষ্ঠভাবে বিবাহের পরবর্তী জীবন কাটাতে রইলো কিছু সহজ টিপস! দেখে নিন

ছোট থেকে মানুষ যেভাবে বড় হয়, তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবার পর প্রত্যেকের জীবনে একটি বিশাল পরিবর্তন আসে। দুটি ভিন্ন প্রকৃতির মানুষ একসাথে বসবাস করতে শুরু করায় প্রথম প্রথম বহু দম্পতির মধ্যে অশান্তি সৃষ্টি হয়। তবে সকলেই চাই যে সুন্দর এবং সুষ্ঠভাবে বিবাহের পরবর্তী জীবন কাটাতে। তবে বিয়ের পর বিবাহিত জীবনকে সুখী রাখার জন্য বিয়ের কিছুদিনের মধ্যে এমন কিছু নিয়ম আছে যেগুলো পালন না করলে বিয়ের পরবর্তীকালে সমস্যার সৃষ্টি হতে পারে। বিয়ের পরবর্তী সমস্যা কাটিয়ে উঠার জন্যে রইলো কিছু সহজ টিপস।

গ্রহ শান্তির উপায়:

বৃহস্পতি: প্রত্যেক বৃহস্পতিবার শিবলিঙ্গে দুধ দিয়ে স্নান করিয়ে ধুতরা ফুলের মালা দিন। এর ফলে মহাদেবের পাশাপাশি আপনার শুভ গ্রহ বৃহস্পতি ও সন্তুষ্ট থাকবে।

রবি: প্রতি রবিবার যদি সূর্যোদয়ের সময় কলা গাছে জল ঢালতে পারেন, এবং অবশ্যই সেই জলে গুড় মিশিয়ে সূর্যকে প্রদান করতে পারেন, তাহলে অবশ্যই বিয়ের পরবর্তী সময় আপনার সুখকর যাবে।

মঙ্গল: প্রতি মঙ্গলবার এবং শনিবার নিরামিষ খাবার এবং পাকা কলা খাওয়া শুরু করুন। যেহেতু মঙ্গলবার হল হনুমানের দিন। তাই পুরুষেরা প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। প্রতিদিন সম্ভব না হলেও সপ্তাহে তিন দিন অবশ্যই পাঠ করুন।

চন্দ্র: প্রতি সোমবার এবং বৃহস্পতিবার শিবলিঙ্গে দুধ এবং গঙ্গা জল দিয়ে স্নান করান। মহাদেবের পাশাপাশি এতে সন্তুষ্ট থাকবে চন্দ্রদেবতা ও।

বুধ: প্রতি বুধবার প্রথমে গণেশ এবং পরে বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা অর্পণ করুন। এতে আপনার জীবনে সুখ শান্তি বজায় থাকবে।

শুক্র: প্রতি শুক্রবার মা মনসা দেবী ভুবনেশ্বরী কে সাদা ফুলের মালা দিন। সেদিন ভুলেও টক খাবেন না।

শনি: প্রতি শনিবার খুব ভালো পরিমাণে আদা খাওয়া অভ্যাস করুন, এবং সেইসঙ্গে বট গাছে জল ঢালুন।

কেতু: সম্ভব হলে প্রত্যেক সপ্তাহে মনসা গাছ কে প্রদিপ দেখানোর পর কোন ভিক্ষুককে কালো কাপড় দান করুন।

রাহু: প্রতিদিন কোন কাক এবং কুকুরকে মিষ্টিজাতীয় খাবার খাওয়ার অভ্যাস করুন। এর সাথে মেস অথবা কাল গরুর মাথা সরষের তেল দিন।

সংসারের মাঝখানে নিজেকে সুখী এবং সুরক্ষিত রাখার জন্য আপনাকে করতে হবে আরও বেশ কিছু কাজ।

১) প্রতি শনিবার অথবা পারলে রোজ কালো গরুর মাথা সরষে তেল দিন।

২) বয়স্ক মহিলার মহিলাদের অবশ্যই সেবা করুন। সেইসঙ্গে দান করুন কম্বল।

৩) শনিবার সকাল বেলা নুন ও আদা খাবেন। সেইসঙ্গে নিরামিষ সবজি সহকারে খিচুড়ি খাবেন।

৪) প্রতি মঙ্গলবার সিদ্ধ খাবার খাবেন। সঙ্গে খাবেন পাকা কলা।

৫) শনিবার মনসা দেবী কে সাদা ফুল দিয়ে পুজো করার পর দুধ এবং কলা দিবেন।

৬) দক্ষিণা কালিকা প্রতি শনিবার এবং মঙ্গলবার জবা এবং অপরাজিতা ফুল দিয়ে পূজা করুন।

৭) প্রতিদিন সন্ধ্যা বেলা ঘরে ধুনো জ্বালালে আপনার বাড়িতে অবশ্যই সুখ এবং শান্তি বিরাজ করবে।