মন ভালো করার জন্য রইলো কিছু জোকস

14
মন ভালো করার জন্য রইলো কিছু জোকস

আমাদের প্রত্যেকের জীবনেই নানান ওঠা পড়া প্রতিমুহূর্তে আমাদের ফেস করতে হয়। আমরা রোজ ঘুম থেকে উঠি একগাদা টেনশন নিয়ে, খুব কম মানুষই রয়েছে যাদের জীবনে তারা বিন্দাস রয়েছে। আর তাই জীবনে স্ট্রেস লেভেল যতোটা কম রাখা যায় চেষ্টা করা উচিত। আর তার জন্য অবশ্যই হাসি মজা জীবনে রাখতে হবে। কারন একমাত্র হাসিই আমাদের মানসিক ও শারীরিক স্ট্রেস কে কমাতে পারে।
আজ তাই আপনাদের উদ্দেশ্যে কিছু জোকস রইলো। যা পড়লে আপনার হাসি আসতে বাধ্য।
“যুবক- বন্ধু, ওই মেয়ের হাত থেকে আমাকে বাঁচাও,
বন্ধু- কেন?
যুবক- যখন থেকে বলেছি, দিল চিরকে কে দেখ তেরা হি নাম হোগা ,
ওই পাগলি ‘ছুরি’ নিয়ে পিছু নিয়েছে।

> স্ত্রী – আমি পার্টিতে যাচ্ছি।
স্বামী- আজ তো স্টেজে  আগুন ধরিয়ে দেব।
স্ত্রী- আরে ম্যাচবাক্স আনতে ভুলে গেছি।
স্বামী- আরে আমি নাচের কথা বলছি।
কারণ তুমি নাচলে মানুষ মঞ্চেই আগুন ধরিয়ে দেবে।

>সারা রাত নিখোঁজ থাকার পর স্বামী সকালে বাড়ি এলো…
স্ত্রী রাগ করে বললো- এখন সকাল সাতটায় এলে কেন?
স্বামী- সকালে কেন আসে? ব্রেকফাস্ট করতে পাগলি।

> শিক্ষক- বলতো সবচেয়ে নেশা হয় কোন পদার্থে?
রমেশ- স্যার এটা আসলে বই, খুললেই ঘুম পায়।

> মন্টু খুব দ্রুত স্কুটি চালাচ্ছিল,
আর সে রেড লাইট ক্রস করে ফেললো..
ট্রাফিক পুলিশ- চল স্কুটি পাশে দাঁড় করিয়ে রাখ, তোমার  চালান কেটে নেওয়া হবে।
মন্টু- স্যার আমাকে ক্ষমা করে দিন, This Is My First Time.
পুলিশ – তুমি রেড লাইট  দেখতে পাওনি?
মন্টু– দেখেছিলাম কিন্তু আপনাকে দেখতে পাইনি, কোথায় লুকিয়ে ছিলেন কে জানে।”