যাঁরা সত্যিকারের ভালোবাসেন তাঁরা একে অপরের জন্য অনেক কিছুই ত্যাগ করেন। স্ত্রী ঘুমোচ্ছেন, তাঁর জন্য টানা ৬ ঘন্টা দাঁড়িয়ে থাকলেন তার স্বামী।
বিমানের থ্রি সিটারে ঘুমোচ্ছিলেন স্ত্রী এবং দাঁড়িয়ে আছেন তাঁর স্বামী। ছবিটি কোর্টনি লি জনসন নামে এক যাত্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। শেয়ার করার পরেই ভাইরাল হয় ছবিটি। এই নিয়ে অনেকেই স্বামীর প্রশংসা করেছেন আবার মহিলাকে গালমন্দ করেছেন অনেকেই।
This guy stood up the whole 6 hours so his wife could sleep. Now THAT is love. pic.twitter.com/Vk9clS9cCj
— Courtney Lee Johnson (@courtneylj_) September 6, 2019